২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

সিঙ্গাপুরে চালু হলো অ্যাপলের ভাসমান বিক্রয়কেন্দ্র

-

বিশ্বের বিভিন্ন স্থানে দৃষ্টিনন্দন বেশ কিছু অ্যাপল বিক্রয়কেন্দ্র রয়েছে। এবার সে তালিকায় যোগ হতে যাচ্ছে সিঙ্গাপুরের মারিনা বে। গত ১০ সেপ্টেম্বর থেকে ওই স্থানে যাত্রা শুরু করেছে ভাসমান অ্যাপল স্টোর। মারিনা বে বিক্রয়কেন্দ্রেই প্রথমবারের মতো পানির নিচে বোর্ডরুম তৈরি করেছে অ্যাপল।
এই ভাসমান অ্যাপল স্টোরটি সিঙ্গাপুরে অ্যাপলের তৃতীয় বিক্রয়কেন্দ্র। গোলক আকৃতির বিক্রয়কেন্দ্রটি থেকে ৩৬০-ডিগ্রিতে শহর দেখতে পাবেন দর্শনার্থীরা।
একদম প্রাকৃতিক আলোতে ঝলমলে থাকবে বিক্রয়কেন্দ্রটি। স্টোরটির স্ব-সমর্থিত কাচের গম্বুজসদৃশ কাঠামোটি ১১৪টি কাচের টুকরোর সন্নিবেশে তৈরি এবং ১০টি লম্বালম্বি সরু গরাদের মাধ্যমে যুক্ত থাকবে। বিক্রয়কেন্দ্রটির কাচের প্যানেল দিনে যেমন প্রাকৃতিক আলো প্রবেশ করতে দেবে, ঠিক সেভাবে রাতেও আলো প্রতিফলিত করবে। মহামারীর এ সময়ে বিক্রয়কেন্দ্রে আগত দর্শনার্থীরা যাতে সতর্কতা অবলম্বন করতে পারেন, সে বিষয়ে সচেষ্ট রয়েছে অ্যাপল।

 


আরো সংবাদ



premium cement