১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

স্মা র্ট ফো ন রি ভি উ স্যামসাং গ্যালাক্সি এ২০

-

রোমাঞ্চকর মুহূর্তগুলো ক্যামেরাবন্দী করতে যারা ভালোবাসে তাদের জন্য গ্যালাক্সি এ সিরিজের নতুন ফোন- গ্যালাক্সি এ২০ বেশ কাজের একটি ডিভাইস হতে পারে। অ্যান্ড্রয়েড পাই ৯.০ অপারেটিং সিস্টেমচালিত গ্যালাক্সি এ২০-তে আছে সুপার অ্যামোলেড ইনফিনিটি- ভি ৬.৪ ইঞ্চির এইচডি+ ডিসপ্লে। পাশাপাশি, এফ১.৯ অ্যাপারচারের ১৩ মেগাপিক্সেল (লো-লাইট)+ এফ২.২ অ্যাপারচারের ৫ মেগাপিক্সেল (আল্ট্রা-ওয়াইড) লেন্সের সমন্বয়ে ডুয়েল ব্যাক ক্যামেরা সেটআপের গ্যালাক্সি এ২০ দিয়ে লাইভ স্ট্র্রিমিং এবং ভিডিও ক্যাপচারের অভিজ্ঞতা বেশ রোমাঞ্চকর। ডিভাইসটির ক্যামেরা দিয়ে ১২৩ ডিগ্রি আলট্রা-ওয়াইড ছবি ও ভিডিও ক্যাপচার সুবিধা উপভোগ করা যায়, যা ভিডিওর কার্যকারিতাকে দিয়েছে নতুন মাত্রা। ব্যাক ক্যামেরা ছাড়াও এফ২.০ অ্যাপারচারের ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা লাইভে আসার বিষয়টিকে করে আরো বেশি সহজ ও মানসম্মত। অন্যান্য কাজের জন্য ডিভাইসটিতে আছে ৩জিবি র্যাম, ৩২জিবি রম, চার হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি, ১৫ ওয়াটের ফাস্ট চার্জিং এবং টাইপ-সি পোর্ট।
মিউজিকপ্রেমীদের জন্য ডলবি এটমস প্রযুক্তি যুক্ত করা হয়েছে ডিভাইসটির অডিও সিস্টেমে। এর ফলে শুধু মিউজিক না বরং মুভি দেখা ও গেম খেলার সময় মোবাইলটির সাউন্ডের অভিজ্ঞতা বেশ ভালো। দেশের বাজারে ব্ল্যাক ও ব্লু কালারে স্যামসাং গ্যালাক্সি এ২০ স্মার্টফোনটির দাম ১৫ হাজার ৯৯০ টাকা।


আরো সংবাদ



premium cement