১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি পরীক্ষার প্রস্তুতি : জীববিজ্ঞান

পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
-

সুপ্রিয় ২০২৩ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায়: খাদ্য, পুষ্টি এবং পরিপাক’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১. নিচের কোনটি মুখ্য পুষ্টি উপাদান?
(ক) তামা
(খ) দস্তা
(গ) গন্ধক
(ঘ) বোরন
২. কোনটি উদ্ভিদে আয়ন হিসেবে শোষিত হয়?
(ক) Fe+
(খ) K+
(গ) H+ (ঘ) Cl+
৩. জীবকোষের DNA, RNA, ATP প্রভৃতির গাঠনিক উপাদান কোনটি?
(ক) পটাশিয়াম
(খ) ফসফরাস
(গ) বোরন
(ঘ) ক্যালসিয়াম
৪. উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য কোনটি প্রয়োজন?
(ক) দস্তা
(খ) ক্লোরিন
(গ) পটাশিয়াম
(ঘ) বোরন
৫. দেহের সমতা রক্ষা করে কোনটি?
(ক) পানি
(খ) খনিজ লবণ
(গ) শর্করা
(ঘ) আমিষ
৬. নিচের কোন ভিটামিনটি চর্বিতে দ্রবণীয়?
(ক) ভিটামিন ‘বি১’
(খ) ভিটামিন ‘বি১২’
(গ) ভিটামিন ‘সি’
(ঘ) ভিটামিন ‘কে’
৭. কোনটি পূর্ণ বিশ্রামরত অবস্থায় মানবশরীরে ব্যবহৃত শক্তির পরিমাণ নির্দেশ করে?
(ক) বি এম আর
(খ) বি এম আই
(গ) বি এল এম
(ঘ) এল বি এম
৮. লালারসে কোন এনজাইম থাকে?
(ক) পেপসিন
(খ) টায়ালিন
(গ) গ্লাইসিন
(ঘ) রেনিন
উত্তর : ১. গ, ২. খ, ৩. খ, ৪. ঘ, ৫. ক, ৬. ক, ৭. ক, ৮. খ।


আরো সংবাদ



premium cement