২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নবম-দশম শ্রেণীর প্রস্তুতি : বাংলা দ্বিতীয়পত্র

ব্যাকরণ : সমাস
-

সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা দ্বিতীয়পত্রের ‘ব্যাকরণ : সমাস’ থেকে আরো ৫টি নৈর্ব্যক্তিক প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

১৩। দ্বন্দ্ব সমাসের বিপরীত কোন সমাস?
ক) তৎপুরুষ
খ) অব্যয়ীভাব
গ) বহুব্রীহি
ঘ) কর্মধারয়
১৪। উপপদ তৎপুরুষ কোনটি?
ক) মাছিমারা
খ) গ্রামান্তর
গ) ভূতপূর্ব
ঘ) প্রগতি
১৫। মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি?
ক) পলান্ন খ) ঘনশ্যাম
গ) নরাধম ঘ) খেচর
১৬। বালিকা বিদ্যালয় কোন সমাসের উদাহরণ?
ক) সাধারণ কর্মধারয়
খ) ব্যাধিকরণ বহুব্রীহি
গ) চতুর্থী তৎপুরুষ ঘ) ষষ্ঠী তৎপুরুষ
১৭। সাধারণ ধর্মবাচক পদের সাথে উপমান বাচক পদের যে সমাস হয়, তাকে কোন কর্মধারয় বলে?
ক) সাধারণ কর্মধারয়
খ) রূপক কর্মধারয়
গ) উপমিত কর্মধারয়
ঘ) উপমান কর্মধারয়
উত্তর: ১৩। গ, ১৪। ক, ১৫। ক, ১৬। গ, ১৭। ঘ।


আরো সংবাদ



premium cement