১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্বপরিচয়-পর্বসংখ্যা-৯৭

দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘দশম অধ্যায় : আমাদের জীবনে তথ্য’ থেকে ৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন ও ১টি বর্ণনামূলক প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।

সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন: তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম লিখ।
উত্তর : তিনটি তথ্য সংরক্ষণ যন্ত্রের নাম হলো- পেনড্রাইভ, সিডি, মেমোরি কার্ড।
প্রশ্ন: কোন প্রযুক্তির সাহায্যে তথ্য বিনিময় করা যায়?
উত্তর : টেলিফোন বা মোবাইল ফোন ব্যবহার করে তথ্য বিনিময় করা যায়। এ ছাড়া বর্তমানে সামাজিক যোগাযোগমাধ্যম যেমন- ফেসবুক বা টুইটার ব্যবহার করে ইন্টারনেটের মাধ্যমে তথ্য বিনিময় করা যায়।
প্রশ্ন: তথ্য কেন গুরুত্বপূর্ণ?
উত্তর : তথ্য আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। কারণ তথ্য আমাদের নতুন কিছু শিখতে ও কী করতে হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে সাহায্য করে।
প্রশ্ন: ইন্টারনেট কী?
উত্তর : ইন্টারনেট হচ্ছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের কম্পিউটারগুলোকে সংযুক্তকারী বিশাল নেটওয়ার্ক।
প্রশ্ন : বাংলাদেশে ব্যবহৃত তিনটি ‘Search engine’-এর নাম লিখ।
উত্তর : বাংলাদেশে ব্যবহৃত তিনটি ‘Search engine’-এর নাম হলো- গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika)।
বর্ণনামূলক প্রশ্ন
প্রশ্ন : কিভাবে আমরা ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করব তা বর্ণনা করো।
উত্তর : ইন্টারনেটের মাধ্যমে তথ্য সংগ্রহ করা খুব সহজ। ইন্টারনেটের মাধমে তথ্য সংগ্রহের কিছু ধাপ নিচে বর্ণনা করা হলো-
ক) Search engine যেমন- গুগল (google), ইয়াহু (yahoo), পিপীলিকা (pipilika) ইত্যাদি ব্যবহার করে।
খ) যে বিষয়ের তথ্যটি অনুসন্ধান করছি সে বিষয় সম্পর্কিত মূল শব্দটি Search bar নধৎ-এ লিখেSearch লেখাটিতে অথবা Enter key-তে চাপ দিয়ে।
গ) সার্চ ইঞ্জিনে ওয়েবসাইটের যে তালিকাটি রয়েছে, সেখান থেকে ওয়েবসাইট বেছে নিয়ে প্রয়োজনীয় তথ্যটি সংগ্রহ করব।
ঘ) যতবার প্রয়োজন ততবার পূর্বের ধাপগুলো পুনরাবৃত্তি করব। অথবা আরো সুনির্দিষ্ট মূল শব্দ নির্বাচন করে প্রয়োজনীয় তথ্যটি অনুসন্ধান করব।


আরো সংবাদ



premium cement