২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

-

সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ১৫টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন: নিচের প্রশ্নগুলোর উত্তর দাও।
ক। পিরামিড কোন সভ্যতার নিদর্শন?
উত্তর : মিসরীয় সভ্যতা।
খ। হায়ারোগ্লিফিক কী?
উত্তর : লিখনী পদ্ধতির নাম।
গ। সিন্ধু সভ্যতার বড় দু’টি নগরের নাম কী?
উত্তর : হরপ্পা ও মহেঞ্জোদারো ।
ঘ। উয়ারী বটেশ্বর কখন গড়ে উঠে?
উত্তর : ২৫০০ বছর পূর্বে ।
ঙ। ইরানের প্রাচীন নাম কী?
উত্তর : পারস্য।
চ। জীবের প্রধান দু’টি বৈশিষ্ট্য লিখ।
উত্তর : চলন/প্রজনন।
ছ। নগ্নবীজী উদ্ভিদের উদাহরণ দাও।
উত্তর : সাইকাস, পাইনাস।
জ। রেচন পদ্ধতি কী?
উত্তর : দেহে উৎপাদিত বর্জ্য পদার্থ বের করে দেয়া।
ঝ। ATM এর পূর্ণরূপ লিখ।
উত্তর : Automated Teller Machine
ঞ। ই-বুক কী?
উত্তর : যার মাধ্যমে পুস্তকের সফট কপি পড়া যায়।
প্রশ্ন : শূন্যস্থান পূরণ করো।
ক। ‘মেসোপটিয়া’ শব্দের অর্থ ---।
খ। --- ও---তীরে চীন সভ্যতা গড়ে উঠে।
গ। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম --- সভ্যতা।
ঘ। ICT এর পূর্ণরূপ ---।
ঙ। ---অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নতম।
উত্তর : ক। ‘মেসোপটিয়া’ শব্দের অর্থ দুই নদীর মধ্যবর্তী ভূমি।
খ। হোয়াংহো ও ইয়াংসিকিয়াং তীরে চীন সভ্যতা গড়ে উঠে।
গ। সিন্ধু সভ্যতা হচ্ছে ভারত উপমহাদেশে প্রথম নগর সভ্যতা।
ঘ। ICT এর পূর্ণরূপ Information and Communication Technology।
ঙ। ফার্ণ অপুষ্পক উদ্ভিদের মধ্যে উন্নতম।
প্রশ্ন : সত্য/মিথ্যা নির্ণয় করো।
ক। সিন্ধু সভ্যতার অপর নাম হরপ্পা সভ্যতা।
উত্তর : সত্য।
খ। হিউয়েন সাং ছিলেন ইরানের পরিব্রাজক।
উত্তর : মিথ্যা।
গ। কুমির ফুলকার সাহায্যে শ্বাসকার্য চালায়।
উত্তর : মিথ্যা।
ঘ। উদ্ভিদের প্রজনন ক্ষমতা আছে।
উত্তর : সত্য।
ঙ। দূর থেকে টেলিফোনে চিকিৎসা দেয়াকে টেলিমেডিসিন বলে।
উত্তর : সত্য।


আরো সংবাদ



premium cement