১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান - পর্বসংখ্যা-৭৮

সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি’ থেকে ১৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।

শূন্যস্থান পূরণ করো
১. সব উৎসের পানি--- নয়।
উত্তর : সব উৎসের পানি নিরাপদ নয়।
২. ---সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
উত্তর : শরীর সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
৩. বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন--- পরিবর্তন ঘটে।
উত্তর : বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
৪. আমাদের চার পাশে বিভিন্ন--- ছড়িয়ে আছে।
উত্তর : আমাদের চার পাশে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে আছে।
৫. বিভিন্নভাবে রোগজীবাণু আমাদের--- প্রবেশ করে।
উত্তর : বিভিন্ন ভাবে রোগজীবাণু আমাদের শরীরে প্রবেশ করে।
৬.---ছাড়া আমরা বাঁচতে পারি না।
উত্তর : পানি ছাড়া আমরা বাঁচতে পারি না।
৭. আমাদের জীবনে--- অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উত্তর : আমাদের জীবনে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৮. পানি যদি--- না হয়, তবে এর মাধ্যমে কিছু রোগ ছড়ায়।
উত্তর : পানি যদি নিরাপদ না হয়, তবে এর মাধ্যমে কিছু রোগ ছড়ায়।
৯. ডায়রিয়া, কলেরা হলো --- রোগ।
উত্তর : ডায়রিয়া, কলেরা হলো পানিবাহিত রোগ।
১০. যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো --- রোগ নামে পরিচিত।
উত্তর : যেসব রোগের জীবাণু বাতাসের মাধ্যমে ছড়ায়, সেগুলো বায়ুবাহিত রোগ নামে পরিচিত।
১১. ইনফ্লুয়েঞ্জা একটি --- রোগ।
উত্তর : ইনফ্লুয়েঞ্জা একটি বায়ুবাহিত রোগ।
১২. বসন্ত রোগের জীবাণুও --- মাধ্যমে ছড়ায়।
উত্তর : বসন্ত রোগের জীবাণুও বায়ুর মাধ্যমে ছড়ায়।
১৩. যক্ষ্মা প্রতিষেধক টিকার নাম ---।
উত্তর: যক্ষ্মা প্রতিষেধক টিকার নাম বিসিজি।
১৪. --- রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে এর জীবাণু বাতাসে ছড়ায়।
উত্তর : যক্ষ্মা রোগীর কফ, থুতু, হাঁচি-কাশির মাধ্যমে এর জীবাণু বাতাসে ছড়ায়।


আরো সংবাদ



premium cement
ফরিদপুরের গণপিটুনিতে নিহত ২ নির্মাণশ্রমিক জাতিসঙ্ঘে ফিলিস্তিনি সদস্যপদ লাভের প্রস্তাবে যুক্তরাষ্ট্রের ভেটো তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান

সকল