২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলা- পর্বসংখ্যা-৫৭

কবিতা : শব্দদূষণ , প্রবন্ধ : স্মরণীয় যারা চিরদিন
-


প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : শব্দদূষণ’ থেকে আরো ২টি এবং ‘প্রবন্ধ : স্মরণীয় যারা চিরদিন’ থেকে ১টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
কবিতা : শব্দদূষণ
প্রশ্ন : শহরে কী কারণে শব্দদূষণ হয়?
উত্তর : শহরে অনেক বেশি শব্দদূষণ হয়। শহরে গাড়ির হর্ন বাজানো হয় বেশি। শহরে প্রতিদিন দোকানে ও শপিংমলে সিডি বাজানো হয়, টিভি, টেলিফোন, দরজার বেল, ফেরিঅলার চিৎকার, স্কুলে ছোট ছোট ছেলেমেয়েদের হইচই প্রভৃতি নানা রকম শব্দ মানুষের কান ঝালাপালা করে দেয়। এসব কারণে শহরে শব্দদূষণ হয়।
প্রশ্ন : কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে কোনটি তোমার ভালো লাগে? কেন?
উত্তর : কুকুরের ডাক আর পাখির ডাকের মধ্যে পাখির ডাক বেশি ভালো লাগে।
কুকুর ঘেউ ঘেউ শব্দে জোরে জোরে ডেকে ওঠে, যা শুনতে শ্রুতিকটু লাগে। অন্য দিকে, পাখিরা কিচিরমিচির শব্দে ডেকে ওঠে। কোনো কোনো পাখি যেমন- দোয়েল, কোকিল, শ্যামা ইত্যাদি খুব মিষ্টি সুরে ডেকে ওঠে, যা শুনতে খুব মধুর লাগে। তাই পাখির ডাক শুনতে বেশি ভালো লাগে।
প্রবন্ধ : স্মরণীয় যারা চিরদিন
প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লিখ ও বাক্য রচনা করো।
উত্তর : অবরুদ্ধ- শত্রু দিয়ে বেষ্টিত, বন্দী। মুক্তিযুদ্ধের সময় আমরা অনেকেই বাংলাদেশে অবরুদ্ধ অবস্থায় দিন কাটিয়েছি।
অবধারিত- অনিবার্য, যা হবেই। পাকিস্তানিরা বুঝেছিল যে, তাদের পরাজয় অবধারিত।
আত্মদানকারী- নিজের জীবন উৎসর্গ করেছে যে। এ দেশের স্বাধীনতার জন্য আত্মদানকারী সব মুক্তিযোদ্ধাকে আমরা চিরদিন মনে রাখব।
নির্বিচারে- কোনো রকম বিচার বিবেচনা ছাড়া। পাকিস্তানিরা নির্বিচারে এ দেশের মানুষকে হত্যা করেছে।
বরেণ্য- মান্য। মুক্তিযুদ্ধকালে এ দেশের অনেক বরেণ্য শিক্ষক প্রাণ দেন।
পাষণ্ড- নির্দয়। পাষণ্ড রাজাকার বাহিনী এ দেশের অনেক মানুষকে হত্যা করেছে।
মনস্বী- উদারমনা। ড. গোবিন্দচন্দ্র দেব ছিলেন একজন মনস্বী শিক্ষক।
যশস্বী- বিখ্যাত, কীর্তিমান। যশস্বী মানুষদের আমরা অনুসরণ করি।
অসাধু- অসৎ। অসাধু ব্যক্তি মহাবিদ্বান হলেও সে ঘৃণ্য।

 

 


আরো সংবাদ



premium cement
চুয়াডাঙ্গায় হিট‌স্ট্রো‌কে যুবকের মৃত্যুর ৭ ঘণ্টা পর নারীর মৃত্যু ঢাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়াল, যশোরে দেশের সর্বোচ্চ ৪২.৬ শ্যালকদের কোপে দুলাভাই খুন : গ্রেফতার ৩ তীব্র গরমে কী খাবেন আর কী খাবেন না এবার তালতলী উপজেলা আওয়ামী লীগ সভাপতির আপত্তিকর ভিডিও ভাইরাল বঙ্গবীর কাদের সিদ্দিকীকে বক্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইতে বললেন এমপি জয় পঞ্চপল্লীর ঘটনায় ন্যায়বিচারের স্বার্থে যা দরকার দ্রুততম সময়ের মধ্যে করার নির্দেশ সরকার ভিন্ন মত ও পথের মানুষদের ওপর নিষ্ঠুর দমন-পীড়ন চালাচ্ছে : মির্জা ফখরুল ধুনটে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু বাকৃবির এক্স রোটারেক্টরর্স ফোরামের বৃত্তি প্রদান অনুষ্ঠিত পাবনায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড, হিট স্ট্রোকে মৃত্যু ১

সকল