২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : ইংরেজি

Grammar : Narration
-


সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইংরেজি বিষয়ের ‘Grammar : Narration’ থেকে Narration পরিবর্তনের নিয়মাবলির বাকি অংশ নিয়ে আলোচনা করা হলো।
Reporting speech-এর ‘us’ পরিবর্তনের নিয়ম :
(i) Reporting verb-এর subject অথবা object-এর যেকোনো একটি first person হলে ‘us’ পরিবর্তিত হয়ে Indirect speech-এ subject হিসেবে we হবে।
(ii) Reporting verb অংশে third person-এর সাথে second person থাকলে ‘us’—you (second person) হবে।
(iii) Direct speech-এ reporting verb-এর subject ও object হিসেবে উভয়ই third person হলে ‘us’—they হবে।
Direct : He said to me, “Let us go home together.”
Indirect : He proposed to me that we should go home together.
Direct : Riaz said. “Let us sell the house.”
Indirect : Riaz suggested selling the house.
Rule-3 : Let দ্বারা প্রস্তাব না বুঝালে অর্থাৎ Let us-এর পরিবর্তে Let me, Let them, Let him ইত্যাদি থাকলে সাধারণত Indirect-G Reporting verb-এর পরিবর্তন হয় না। অর্থানুসারে request, desire, tell ব্যবহৃত হয়। Inverted comma উঠে গিয়ে that বসে।
Reported speech-এর subject এর পর might/ might be allowed to+ মূল verb থেকে বাকি অংশ বসে।
Direct : She said, “Let me come in.”
Indirect : She said/ requested that she might come in.
Direct : He said to me, “Let me go there.”
Indirect : He told me that he might go there.
Optative sentence
Rule : (i) Reporting verb-এর পরিবর্তে wish, bless, pray ইত্যাদি বসে।
(ii) Reported speech-এ God/ Allah উল্লেখ থাকলে pray ব্যবহার করাই শ্রেয়।
(iii) Conjunction হিসেবে inverted comma উঠে গিয়ে that বসে।
(iv) Subject-এর পর might বসে object থাকলে বাদ হয়ে যায়।
Direct : He said to me, “May Allah bless you,”
Indirect : He prayed that Allah might bless me. ev He prayed for me that Allah might bless me.
Exclamatory Sentence
Rule : (i) Direct speech দ্বারা আনন্দ বুঝালে Reporting verb এর পরিবর্তে exclaim with ev cry out in এর পর joy/ delighted বসে।
বিস্ময় প্রকাশ করলে exclaim with wonder
লজ্জা প্রকাশ করলে exclaim with shame এবং
দুঃখ প্রকাশ করলে exclaim with sorrow বসে।
(ii) inverted comma উঠে গিয়ে conjunction that বসে।
Direct : The boy said, “Alas! I am undone.”
Indirect : The boy exclaimed with sorrow that he was undone.
Direct speech টি How/ what দ্বারা শুরু হলে Indirect speech এ very/ great/ greatly বসে। Noun এর আগে সাধারণত great এবং dv/ adj এর আগে very বসে।
Direct : The man said, “What a fool I am!”
Indirect : The man exclaimed with regret that he was a great fool.
Exclamatory বাক্যে মাঝে মাঝে ubject ও verb উহা থাকে। সে ক্ষেত্রে Indirect করার সময় subject হিসেবে it ধরে নিতে হয় বা কাজের অর্থানুসারে subject বসে।
Direct : He said, “What an idea!”
Indirect : He exclaimed that it was a great idea.
Direct : We said, “How lovely!”
Indirect : We exclaimed that she was very lovely.

Rules of passage Narration
Reporting verb টি reported speech এর পরে থাকলে তা শুরুতে বসাতে হবে।
Rule : Reported speech -এ
Yes/ No থাকলে এদের পরিবর্তে replied in the affirmative/ Negative হয়।

(বাকি অংশ পরের সংখ্যায় প্রকাশ করা হবে)

 


আরো সংবাদ



premium cement
জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি বাগাতিপাড়ায় ইসতিসকার নামাজ পরিবর্তনশীল জলবায়ুর জন্য কাসাভা উপযুক্ত, হেক্টরপ্রতি ফলন ৩৫-৫০ টন : বাকৃবি অধ্যাপক বৃষ্টির জন্য হাকাকার, সাভারে ইসতিসকার নামাজ আদায় বরিশালে সালাতুল ইসতিসকার আদায় অর্ধ শতাব্দীতে ভ্যাকসিন সাড়ে ১৫ কোটি লোকের জীবন বাঁচিয়েছে : বিশ্ব স্বাস্থ্য সংস্থা আল্লাহর রহমত কামনায় সকলকে সিজদাহ অবনত হতে হবে-মাওলানা দেলোয়ার হোসাইন কাউখালীতে বৃষ্টির জন্য কাঁদলেন মুসল্লিরা

সকল