১৭ এপ্রিল ২০২৪, ০৪ বৈশাখ ১৪৩১, ০৭ শাওয়াল ১৪৪৫
`

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষা : সাধারণ জ্ঞান

-


সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ সাধারণ জ্ঞান বিষয় থেকে ৩টি মডেল প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন : সাতজন বীরশ্রেষ্ঠের নাম লিখ।
উত্তর : ১. বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর
২. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান
৩. বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ
৪. বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল
৫. বীরশ্রেষ্ঠ মতিউর রহমান
৬. বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখ
৭. বীরশ্রেষ্ঠ রুহুল আমিন।
প্রশ্ন : নিম্নলিখিত স্থানগুলো কোন দেশে অবস্থিত এবং কেন বিখ্যাত? শিয়ালকোট, নিঝুম দ্বীপ, ওয়াটার লু, রেড স্কোয়ার, সাত গম্বুজ মসজিদ।
উত্তর : শিয়ালকোট : পাকিস্তানে অবস্থিত। চামড়া ও খেলাধুলার সামগ্রীর জন্য বিখ্যাত।
নিঝুম দ্বীপ : বাংলাদেশে অবস্থিত। মৎস্য আহরণ এবং সমুদ্রসৈকত, উপকূলীয় সবুজ বেষ্টনী অঞ্চল এবং অতিথি পাখির আগমনের জন্য বিখ্যাত।
ওয়াটার লু : বেলজিয়ামে অবস্থিত। ফরাসি সম্রাট নেপোলিয়ান বোনাপার্ট আর ডিউক অব ওয়েলিংটনের ঐতিহাসিক যুদ্ধের জন্য বিখ্যাত। বিশ্বে যত যুদ্ধ ময়দান আছে তার মধ্যে ওয়াটার লু সবচেয়ে বিখ্যাত।
রেড স্কোয়ার : মস্কো, রাশিয়াতে অবস্থিত। রাজনৈতিক বক্তৃতার জন্য বিখ্যাত।
সাত গম্বুজ মসজিদ : ঢাকার মোহাম্মদপুর, বাংলাদেশে অবস্থিত। মুঘল আমলে নির্মিত এই ঐতিহাসিক মসজিদটি ৪টি মিনারসহ ৭টি গম্বুজের কারণে মসজিদের নাম হয়েছে সাত গম্বুজ মসজিদ।
প্রশ্ন : নিচের প্রশ্নের সঠিক উত্তর লিখ : ক) প্রতি ঘন সে.মি. লোহার ঘনত্ব কত গ্রাম?
উত্তর : ৮ গ্রাম।
খ) বাসি বা পচা রুটির উপর তুলার ন্যায় যে ছত্রাকটি জন্মায় সেটি কী নামে পরিচিত?
উত্তর : মিউকর।
গ) পৃথিবীর ছাদ নামে পরিচিত মালভূমির নাম কী?
উত্তর : পামীর মালভূমি।

 


আরো সংবাদ



premium cement