১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : ইসলাম ও নৈতিক শিক্ষা- পর্বসংখ্যা-৪৩

প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস
-


প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘প্রথম অধ্যায় : আকাইদ-বিশ্বাস’ থেকে আরো ১৬টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
প্রশ্ন : আনুগত্যের জন্য--- প্রয়োজন।
উত্তর : আনুগত্যের জন্য ইমানের প্রয়োজন।
প্রশ্ন : আল্লাহ তায়ালার গুণে---গুণান্বিত করতে হবে।
উত্তর : আল্লাহ তায়ালার গুণে নিজেকে গুণান্বিত করতে হবে।
প্রশ্ন : আল্লাহ তায়ালা আমাদের---।
উত্তর : আল্লাহ তায়ালা আমাদের রব।
প্রশ্ন : আমরা একমাত্র আল্লাহ তায়ালার---করব।
উত্তর : আমরা একমাত্র আল্লাহ তায়ালার আনুগত্য করব।
প্রশ্ন : আমরা কথা দিয়ে কথা---।
উত্তর : আমরা কথা দিয়ে কথা ভঙ্গ করব না।
প্রশ্ন :---ফল হল মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
উত্তর : ইমানের ফল হল মানুষকে আল্লাহর অনুগত বান্দা হিসেবে গড়ে তোলা।
প্রশ্ন : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে---।
উত্তর : আল্লাহ তায়ালার আনুগত্যের নামই হচ্ছে ইসলাম।
প্রশ্ন : আমাদের রব---।
উত্তর : আমাদের রব আল্লাহ তায়ালা।
প্রশ্ন : নিশ্চয়ই---সব শোনেন, সব দেখেন।
উত্তর : নিশ্চয়ই আল্লাহ সব শোনেন, সব দেখেন।
প্রশ্ন :--- ও---সব কিছু আল্লাহর শক্তির অধীন।
উত্তর : আকাশ ও পৃথিবীর সব কিছু আল্লাহর শক্তির অধীন।
প্রশ্ন : যারা--- তাদের চরিত্র ও আচারব্যবহার হয় সুন্দর।
উত্তর : যারা মুসলিম তাদের চরিত্র ও আচার ব্যবহার হয় সুন্দর।
প্রশ্ন : ---ছাড়া কোনো প্রাণী বাঁচতে পারে না।
উত্তর : অক্সিজেন ছাড়া কোনো প্রাণী বাচতে পারে না।
প্রশ্ন : আল্লাহ তায়ালার গুণবাচক নামগুলোকে---বলা হয়।
উত্তর : আল্লাহ তায়ালার গুণবাচক নামগুলোকে আল আসমাউল হুসনা বলা হয়।
প্রশ্ন : আল্লাহ রাজ্জাক অর্থাৎ আল্লাহ---।
উত্তর : আল্লাহ রাজ্জাক অর্থাৎ আল্লাহ রিজিকদাতা।
প্রশ্ন : আল্লাহ গাফুরুন অর্থাৎ আল্লাহ---।
উত্তর : আল্লাহ গাফুরুন অর্থাৎ আল্লাহ অতি ক্ষমাশীল।
প্রশ্ন :---অর্থ আল্লাহ অতি সহনশীল।
উত্তর : আল্লাহ হালিমুন অর্থ আল্লাহ অতি সহনশীল।


আরো সংবাদ



premium cement