২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষার প্রস্তুতি : সাধারণ জ্ঞান

-


সুপ্রিয় ২০২৩ সালের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। ভর্তি পরীক্ষার প্রস্তুতি নেয়ার সুবিধার্থে আজ ‘সাধারণ জ্ঞান’ বিষয় থেকে ২০টি প্রশ্নের উত্তর দাও নিয়ে আলোচনা করা হলো।
১। এক কথায় উত্তর দাও।
ক। প্রাচীন পুন্ডনগর কোথায় অবস্থিত?
উত্তর : মহাস্থানগড়।
খ। সোনারগাঁয়ের পূর্বনাম কি ছিল?
উত্তর : সুবর্ণগ্রাম।
গ। উত্তরা গণভবন কোথায় অবস্থিত?
উত্তর : নাটোর।
ঘ। সোমপুর বিহার এর প্রতিষ্ঠাতা কে?
উত্তর : ধর্মপাল।
ঙ। হেলানো তল থেকে কিভাবে যান্ত্রিক সুবিধা পাওয়া যায়?
উত্তর : দৈর্ঘ্য বাড়িয়ে।
চ। কপিকল কি ধরনের যন্ত্র?
উত্তর : সরল বস্তু।
ছ। জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর : ১৯৪৫ সালে।
জ। বাংলাদেশ কবে ঙওঈ-এর সদস্যপদ লাভ করে?
উত্তর : ১৯৭৪ সালে।
ঝ। ইন্টারনেট কত সালে চালু হয়?
উত্তর : ১৯৬৯ সালে।
ঞ। OIC গম্বুজ মসজিদের গম্বুজ সংখ্যা কত?
উত্তর : ৮১টি।
২। শূন্যস্থান পূরণ করো।
ক। আহসান মঞ্জিল --- নদীর তীরে অবস্থিত।
খ। SAARC-এর পূর্ণরূপ ---.
গ। সোনা মসজিদ --- জেলায় অবস্থিত।
ঘ। ইন্টারনেটে বিভিন্ন তথ্য খুঁজে পেতে --- সাহায্য নেওয়া হয়।
ঙ। মানব দেহ ব্যবহৃত হয় --- যন্ত্র হিসাবে।
উত্তর : ক। আহসান মঞ্জিল বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত।
খ। SAARC-এর পূর্ণরূপ South Asian Association for Regional Co-operation.
গ। সোনা মসজিদ চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত।
ঘ। ইন্টারনেটে বিভিন্ন তথ্য খুঁজে পেতে সার্চ ইঞ্জিন সাহায্য নেওয়া হয়।
ঙ। মানব দেহ ব্যবহৃত হয় জটিল যন্ত্র হিসাবে।
৩। সত্য/মিথ্যা নির্ণয় করো।
ক। কাঁচি প্রথম শ্রেণীর লিভার।
উত্তর : সত্য।
খ। ১৯৬৯ সালে বাংলাদেশে ইন্টারনেট চালু হয়।
উত্তর : মিথ্যা।
গ। ১৯৭৪ সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্যপদ লাভ করে।
উত্তর : সত্য।
ঘ। মহাস্থানগড় ঢাকা জেলায় অবস্থিত।
উত্তর : মিথ্যা।
ঙ। ষাট গম্বুজ মসজিদের নির্মাতা খান জাহান আলী।
উত্তর : সত্য।

 


আরো সংবাদ



premium cement