২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর প্রস্তুতি : বিজ্ঞান - পর্বসংখ্যা- ৪১

-

নূরুন নাহার লাকী, সহকারী শিক্ষক, বাহরাম খানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকুন্দিয়া, কিশোরগঞ্জ

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় তিন : জীবনের জন্য পানি’ থেকে আরো ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
প্রশ্ন : নদীর পানি প্রবাহিত হয়ে কোথায় মেশে?
উত্তর : নদীর পানি প্রবাহিত হয়ে সমুদ্রে মেশে।
প্রশ্ন : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে কিসে পরিণত হয়?
উত্তর : বায়ুর জলীয়বাষ্প ঠাণ্ডা হয়ে পানিকণায় পরিণত হয়।
প্রশ্ন : উদ্ভিদ মাটি থেকে কী শোষণ করে?
উত্তর : উদ্ভিদ মাটি থেকে পুষ্টি ও পানি শোষণ করে।
প্রশ্ন : পানি কত মিনিট ফুটালে বিশুদ্ধ হয়?
উত্তর : পানি ২০ মিনিটের বেশি সময় ধরে ফুটালে বিশুদ্ধ হয়।
প্রশ্ন : বন্যার সময়ে কী করে পানি বিশুদ্ধ করা হয়?
উত্তর : বন্যার সময় ফিটকিরি, হ্যালোজেন ট্যাবলেট, ব্লিচিং পাউডার ইত্যাদি পরিমাণ মতো মিশিয়ে পানি জীবাণুমুক্ত করা হয়।
প্রশ্ন : কোন পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে?
উত্তর : আর্সেনিকযুক্ত পানি পান করলে হাত-পায়ের চামড়ায় ঘা হতে পারে।
প্রশ্ন : কোন রোগটি পানিবাহিত কিন্তু সংক্রামক নয়?
উত্তর : আর্সেনিকোসিস পানিবাহিত রোগ কিন্তু সংক্রামক নয়।
প্রশ্ন : কোন রোগের সহজ চিকিৎসা নেই?
উত্তর : আর্সেনিকোসিস রোগের সহজ চিকিৎসা নেই।
প্রশ্ন : আর্সেনিকযুক্ত নলকূপ কী রঙ দিয়ে চিহ্নিত করা হয়?
উত্তর : আর্সেনিকযুক্ত নলকূপ লাল রঙ দিয়ে চিহ্নিত করা হয়।
প্রশ্ন : আর্সেনিকোসিস রোগ কী?
উত্তর : আর্সেনিকযুক্ত পানি দীর্ঘদিন পান করলে হাতে-পায়ে এক ধরনের ক্ষত বা ঘা তৈরি হয় যা আর্সেনিকোসিস নামে পরিচিত।
প্রশ্ন : কী ছাড়া আমরা বেঁচে থাকতে পারি না?
উত্তর : পানি ছাড়া আমরা বাঁচতে পারি না।
প্রশ্ন : উদ্ভিদ থেকে আমরা কী পাই?
উত্তর : উদ্ভিদ থেকে আমরা কাঠ, লতাপাতা ও ফল খাবার হিসেবে পাই।
প্রশ্ন : আর্সেনিক খনিজ কোথায় থাকে?
উত্তর : মাটির নিচে আর্সেনিক খনিজ থাকে।
প্রশ্ন : সমুদ্রের পানি পানের অযোগ্য কেন?
উত্তর : সমুদ্রের পানিতে লবণের পরিমাণ বেশি থাকার কারণে সমুদ্রের পানি পানের অযোগ্য।
প্রশ্ন : পানির তিনটি উৎসের নাম লিখ।
উত্তর : পানির তিনটি উৎসের নাম নিম্নে দেয়া হলো-
১.সমুদ্র ২.নলকূপ ৩. বৃষ্টি।

 


আরো সংবাদ



premium cement