২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয়- পর্বসংখ্যা-২৭

দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : ব্রিটিশ শাসন’ থেকে আরো ১২টি সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
প্রশ্ন : এ দেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য বা নীতি কী ছিল?
উত্তর : এ দেশে ইংরেজ শাসনের অন্যতম বৈশিষ্ট্য বা নীতি ছিল ‘ভাগ করো, শাসন করো’।
প্রশ্ন : বাংলায় ইংরেজি শিক্ষার প্রচলন হয় কাদের মাধ্যমে?
উত্তর : বাংলায় ইংরেজি শিক্ষার প্রচলন হয় ইংরেজদের মাধ্যমে।
প্রশ্ন : কোন সিদ্ধান্তকে কেন্দ্র করে বাংলায় স্বদেশী চেতনার ব্যাপক বিস্তার হয়?
উত্তর : বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বাংলায় স্বদেশী চেতনার ব্যাপক বিস্তার হয়।
প্রশ্ন : কোন বিদ্রোহের ফলে বাংলায় কোম্পানির শাসনের অবসান হয়?
উত্তর : সিপাহি বিদ্রোহের ফলে বাংলায় কোম্পানির শাসনের অবসান হয়।
প্রশ্ন : বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম কী ছিল?
উত্তর : বাংলায় ইংরেজ বণিকদের বাণিজ্য সংস্থার নাম ছিল ‘দ্য ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি।’
প্রশ্ন : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য কী ছিল?
উত্তর : সিপাহি বিদ্রোহের মূল উদ্দেশ্য ছিল ইংরেজ কোম্পানির নীতি ও শোষণের বিরোধিতা করা এবং ইংরেজ শাসনের অবসান ঘটিয়ে ভারতবর্ষকে স্বাধীন করা।
প্রশ্ন : পলাশীর যুদ্ধে নবাব সিরাজের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর : পলাশীর যুদ্ধে নবাব সিরাজের প্রধান সেনাপতি ছিলেন মীর জাফর আলী খান।
প্রশ্ন : কত সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর : ১৭৬৪ সালে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়।
প্রশ্ন : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তার নাম কী?
উত্তর : ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম শাসনকর্তার নাম লর্ড ক্লাইভ।
প্রশ্ন : কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর : ১৮৫৭ সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়।
প্রশ্ন : কখন বাংলাসহ ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার নিজের হাতে তুলে নেয়?
উত্তর : ১৮৫৮ সালে বাংলাসহ ভারতের শাসনভার সরাসরি ব্রিটিশ সরকার নিজের হাতে তুলে নেয়।
প্রশ্ন : কত সাল থেকে কত সাল পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতবর্ষ শাসন করে?
উত্তর : ১৮৫৮ থেকে ১৯৪৭ সাল পর্যন্ত ব্রিটিশ সরকার ভারতবর্ষ শাসন করে।

 


আরো সংবাদ



premium cement