১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি; পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি’ থেকে আরো ৪টি এবং ‘পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন’ থেকে ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
চতুর্থ অধ্যায় : পর্যায় সারণি
৩১। মেন্ডেলিফ কতটি মৌল নিয়ে আধুনিক পর্যায় সারণি প্রবর্তন করেন?
ক) ৬৩ খ) ৬৭ গ) ৮৪ ঘ) ৯৮
৩২। পর্যায় সারণিতে ষষ্ঠ পর্যায়ে কতটি মৌল অবস্থিত?
ক) ২ খ) ৮ গ) ১৮ ঘ) ৩২
৩৩। নিচের কোনটির আয়নিকরণ শক্তি বেশি?
ক) Na খ) Mg গ) Al ঘ) Si
৩৪। কোন মৌলটির ধাতব ধর্ম বেশি?
ক) ঝর খ) ঘধ গ) অষ ঘ) গম
উত্তর : ৩১। খ, ৩২। ঘ, ৩৩। ঘ, ৩৪। খ।
পঞ্চম অধ্যায় : রাসায়নিক বন্ধন
১। যে আকর্ষণ বলের মাধ্যমে অণুতে পরমাণুসমূহ যুক্ত থাকে তাকে কী বলে?
ক) ইলেকট্রন আসক্তি
খ) তড়িৎ ঋণাত্মকতা
গ) রাসায়নিক বন্ধন ঘ) ভ্যানডার ওয়ালস বল
২। নিচের কোন যৌগটি গঠনকালে প্রতিটি পরমাণুই নিয়নের ইলেকট্রন বিন্যাস অর্জন করে?
ক) KF খ) CaS
গ) MgO ঘ) NaCl
৩। ক্রিপ্টনের পারমাণবিক সংখ্যা কত?
ক) ৮৬ খ) ৫৪ গ) ৩৬ ঘ) ১৮
নিচের মৌলগুলোর ইলেকট্রনিক কাঠামো দেখে ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও :
৪। B মৌলটি-
i) দুই ধরনের বন্ধন গঠন করে
ii) A কে ইলেকট্রন দান করে
iii) D-এর সাথে যুক্ত হয়ে পানিতে দ্রবীভূত হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৫। নিচের কোনটি অ্যালুমিনিয়াম সালফেটের সঙ্কেত?
ক) Al2(SO4)3 খ) AlSO4
গ) Al(SO4)3 ঘ) Al2SO4
৬। কোন মৌলটির যোজনী শূন্য?
ক) Na খ) Ni
গ) Ne ঘ) Fe
৭। ক্যালসিয়াম অক্সাইড (CaO) কী ধরনের যৌগ?
ক) সমযোজী
খ) আয়নিক
গ) ধাতব ঘ) পোলার
৮। কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?
ক) NaCl খ) CaCl2
গ) HCl ঘ) C6H12O6
উত্তর : ১। গ, ২। গ, ৩। গ, ৪। ঘ, ৫। ক, ৬। গ, ৭। খ, ৮। ঘ।

 


আরো সংবাদ



premium cement