১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্স

-

‘বর্তমান বিশ্বে সিভিল ইঞ্জিনিয়ারিং কোর্সের চাহিদার কথা মাথায় রেখে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শিক্ষার্থীদের বিষয়টি পাঠদান করানো হচ্ছে।’ কথাগুলো বলেছেন প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক গণেশচন্দ্র সাহা। তিনি বলেন, ‘সিভিল ইঞ্জিনিয়ারিং বা পুরকৌশল একটি পেশাদার শিল্প, যার দ্বারা শিক্ষার্থীরা নকশা প্রণয়ন, নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ কাজে সুশিক্ষিত হয়ে ওঠে। তাই এ কোর্সের জন্য এখানে গ্রন্থাগার, ম্যাটেরিয়ালস ল্যাব, সার্ভেইং ল্যাব, কম্পিউটার ল্যাব, এনভায়রনমেন্ট ল্যাব চালু করা হয়েছে।’
বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় চালুর প্রথম দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সাবেক অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী ১৯৯৫ সালে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। বর্তমানে এখানে ভাইস চ্যান্সেলরের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. সাইফুল ইসলাম। এ ইউনিভার্সিটিতে আইন, ব্যবসায় প্রশাসন, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই), ফার্মেসি, হিউম্যান রাইটস অব ‘ল’, ইংরেজি, সমাজবিজ্ঞান অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগ চালু রয়েছে। বর্তমানে এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীর সংখ্য প্রায় সাড়ে ৮ হাজার। এর মধ্যে ৫ শতাধিক বিদেশী ছাত্রছাত্রী রয়েছে। স্থায়ী শিক্ষকের সংখ্যা প্রায় ২০০। বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি জানান, আমার বাবা মরহুম অধ্যাপক ড. মফিজুল ইসলাম পাটোয়ারী নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েদের উচ্চ শিক্ষার কথা চিন্তা করে এটি প্রতিষ্ঠা করেন। তাই অন্যান্য ইউনিভার্সিটির কোর্স ফির চেয়ে তুলনামূলক এখানে কম।
উল্লেখ্য, এখানে বিএসসি ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স ফি মাত্র তিন লাখ ২৫ হাজার টাকা। স্কলারশিপসহ বিভিন্ন সুবিধা দেয়ার পর টিউশন ফি মাত্র দুই লাখ ৮১ হাজার ৫০০ টাকা। ডিপ্লোমাধারীদের জন্য সান্ধ্যকালীন কোর্সের টিউশন ফি দুই লাখ ২৬ হাজার ৫০০ টাকা। বোর্ড অব ট্রাস্টিজের ভাইস চেয়ারম্যান ডা. এস কাদির পাটোয়ারী বলেন, ১৯৯৫ সালে ‘জ্ঞানই শক্তি’ স্লোগানকে সামনে রেখে এ ইউনিভার্সিটি প্রতিষ্ঠিত হয়েছে। এ স্লোগানের গুরুত্ব বহন করে পাঠ্যক্রম চালু রয়েছে । এ ইউনিভার্সিটির ছাত্রছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ক্যাম্পাসে আসা-যাওয়ার জন্য পরিবহন সুবিধা ছাড়াও ছাত্রছাত্রীদের জন্য ৭টি হোস্টেল রয়েছে।
যোগাযোগ : স্থায়ী ক্যাম্পাস: সাতারকুল, বাড্ডা, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬০। ক্যাম্পাস: ৬৬, গ্রীনরোড, ঢাকা। ফোন : ০১৬১১৩৪৮৩৪৪-৮। ক্যাম্পাস: বাড়ি-০৪, সড়ক-০১, ব্লক-এফ, বনানী, ঢাকা। ফোন : ০১৯৩৯৮৫১০৬১-৪

 


আরো সংবাদ



premium cement