১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`
রসায়ন

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি’ থেকে আরো ১৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। ফটোক্যামিক্যাল ধোঁয়ায় কোনটি থাকে?
ক) কার্বন মনোক্সাইড খ) কাবর্ন ডাই অক্সাইড
গ) ফসফরাস ট্রাইঅক্সাইড ঘ) ক্লোরিন হেপ্টাঅক্সাইড
১২। বায়ুমণ্ডলে কোন উপাদানটি বেশি তাপ শোষণ করে তা ধরে রাখতে পারে?
ক) অক্সিজেন খ) নাইট্রোজেন
গ) কার্বন ডাই অক্সাইড ঘ) জলীয়বাষ্প
১৩। সূর্যের মধ্যে কোন ধরনের বিক্রিয়া ঘটে?
ক) নিউক্লিয়ার ফিসন খ) নিউক্লিয়ার ফিউসন
গ) জারণ-বিজারণ ঘ) পারমাণবিক পুনর্বিন্যাস
১৪। নিচের কোনটি জৈব জ্বালানি?
ক) ইথানল খ) কেরোসিন
গ) সি.এন.জি ঘ) পেট্রল
১৫। ড্রাইসেলে থেকে কত ভোল্ট তড়িৎ বিভব পাওয়া যায়?
ক) ১.০ খ) ১.৫
গ) ২.০ ঘ) ২.৫
১৬। নিচের কোনটির ঘন দ্রবণকে ব্রাইন বলে?
ক) HCl খ) LiCl
গ) NaCl ঘ) KCl
১৭। O = O বন্ধন শক্তি কত?
ক) 498KJ খ) 464KJ
গ) 435KJ ঘ) 431KJ
১৮। গলিত ক্যালসিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে-
i) অ্যানোডে ক্লোরিন গ্যাস উৎপন্ন হয়
ii) ক্যাথোডে ক্যালসিয়াম জমা হয়
iii) পাত্রে উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৯। বর্তমানে শক্তি আন্তর্জাতিক একক কোনটি?
ক) ক্যালরি খ) কিলোক্যালরি
গ) জুল ঘ) কিলোজুল
২০। পানি কি যৌগ?
ক) আয়নিক খ) ধাতব
গ) সমযোজী ঘ) সন্নিবেশ সমযোজী
২১। আয়নিক যৌগসমূহ কক্ষ তাপমাত্রা কীরূপ?
ক) বায়বীয় খ) তরল
গ) কঠিন ঘ) প্লাজমা
২২। কোন অবস্থায় আন্তঃআণবিক দূরত্ব সবচেয়ে কম থাকে?
ক) কঠিন খ) তরল
গ) বাষ্প ঘ) প্লাজমা
২৩। তাপ উৎপাদী বিক্রিয়ায় কী ঘটে?
ক) তাপমাত্রা উৎপন্ন হয় খ) তাপ উৎপন্ন হয়
গ) তাপ শোষিত হয়
ঘ) তাপমাত্রা অপরিবর্তিত থাকে
উত্তর : ১১। ক, ১২। গ, ১৩। খ, ১৪। ক, ১৫। খ, ১৬। গ, ১৭। ঘ, ১৮। ঘ, ১৯। গ, ২০। গ, ২১। গ, ২২। ক, ২৩। খ।


আরো সংবাদ



premium cement