২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বাংলা প্রথমপত্র

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথমপত্র

গদ্যাংশ : নিমগাছ
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলা প্রথমপত্রের ‘গদ্যাংশ : নিমগাছ’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২। উল্লিখিত দিকগুলোর প্রতিনিধিত্বকারী চরণ হলো-
i) বাহ, কী সুন্দর পাতাগুলি...কী রূপ! খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল
ii) নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়
ii) আবর্জনা জমে এসে চারিদিকে
নিচের কোনটি সঠিক?
ক) i খ) ii গ) i ও iii ঘ) i, ii ও iii
৩। নিমগাছের প্রশংসায় পঞ্চমুখ কারা?
ক) বিজ্ঞরা খ) কবিরাজরা
গ) কবিরা ঘ) পড়শিরা
৪। নিচের কোনটিকে বনফুল ‘আর এক আবর্জনা’ বলেছেন?
ক) বাড়ির পাশে গজালে
খ) মুগ্ধদৃষ্টিতে কেউ চেয়ে থাকলে
গ) খোস দাদ হাজা চুলকানিতে লাগালে
ঘ) শান দিয়ে বাঁধিয়ে দিলে
৫। ‘আবর্জনা জমে এসে চারদিকে’- ‘নিমগাছ’ গল্পে উক্তিটিতে প্রকাশ পেয়েছে-
i) নিমগাছের প্রতি উপেক্ষা
ii) নিমগাছটির প্রতি অবহেলা
ii) নিমগাছটির প্রতি গুরুত্বহীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
৬। ‘নিমগাছ’ গল্পে নিচের কোনটি উল্লেখ আছে?
ক) বেগুন খ) শিম
গ) টমেটো ঘ) লাউ
৭। ‘নিমগাছ’ গল্প রচনায় লেখক কিভাবে দক্ষতার পরিচয় দিয়েছেন?
ক) সংক্ষিপ্ত আকারে বিপুল বক্তব্য উপস্থাপনে
খ) ঔষধি গাছ নিয়ে লিখে
গ) সাংসারিক অবস্থা তুলে ধরে ঘ) বৃক্ষের প্রতি সচেতনতা বাড়িয়ে
৮। ‘মাটির ভিতরে শিকড় অনেক দূরে চলে গেছে’- এ কথায় বোঝা যায়-
i) আত্মত্যাগ ii) দায়বদ্ধতা
iii) অর্বাচীনতা
নিচের কোনটি সঠিক?
ক) i খ) i ও ii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৯। ‘নিমগাছ কাটে না, কিন্তু যত্নে ও করে না’ বলতে লেখক কী বোঝাতে চেয়েছেন?
ক) গৃহিণীকে বিদায় করে না কিন্তু প্রাপ্যটুকুও দেয় না
খ) যত্ন না নিলেও নিমগাছ বেড়ে ওঠে
গ) যত্ন না নিলেও নিমগাছ ঠিকই উপকার করে
ঘ) পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে
উত্তর : ২.খ, ৩.খ, ৪.ঘ, ৫. ক, ৬. ক, ৭.ক, ৮.খ, ৯.ক।

 


আরো সংবাদ



premium cement