২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২০২২ সালের এসএসসি পরীক্ষার লেখাপড়া : বাংলাদেশ ও বিশ্বপরিচয়

চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু, পঞ্চম অধ্যায় : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
-

সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু’ থেকে আরো ৪টি এবং ‘পঞ্চম অধ্যায় : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ’ থেকে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
চতুর্থ অধ্যায় : বাংলাদেশের ভূপ্রকৃতি ও জলবায়ু
১৯। বিশ্বের সবচেয়ে বেশি ভূমিকম্পপ্রবণ এলাকা কোনটি-
ক. মিয়ানমার খ. ইন্দোনেশিয়া
গ. বালি দ্বীপ ঘ. জাপান
২০। নিচের কোন দেশটি পৃথিবীর অন্যতম ভূমিকম্প বলয়ে অবস্থিত?
ক. বাংলাদেশ খ. নেপাল
গ. ভুটান ঘ. পাকিস্তান
২১। লালমাই পাহাড়ের মাটি হলো-
i. বালি মিশ্রিত ii. লালচে রং
iii. কঙ্কর মিশ্রিত
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. ii গ. iii ঘ. i, ii ও iii
২২.বাংলাদেশের জনবসতির ঘনত্ব কম-
i. পশ্চিমাঞ্চলে
ii.পার্বত্য এলাকায়
iii.সুন্দরবন অঞ্চলে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও iii খ. ii গ. iii ঘ. ii ও iii
উত্তর : ১৯. ঘ ২০.ক ২১.ঘ ২২.ঘ।
পঞ্চম অধ্যায় : বাংলাদেশের নদ-নদী ও প্রাকৃতিক সম্পদ
১। চট্টগ্রাম কোন নদীর তীরে অবস্থিত?
ক. কর্ণফুলী খ. মেঘনা
গ. সুরমা ঘ. পদ্মা
২। কাপ্তাই বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
ক.পদ্মা
খ. বুড়িগঙ্গা
গ. মেঘনা
ঘ. কর্ণফুলী
৩। কোনটি দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় দেশ?
ক. চীন খ. বাংলাদেশ
গ. ভারত ঘ. পাকিস্তান
৪। কোথায় মাছের ভাণ্ডার রয়েছে?
ক. পদ্মা নদীতে
খ. খাল-বিলে
গ. বঙ্গোপসাগরে
ঘ. বিলে
৫। কোনটির জন্য পানির ব্যবহার অপরিহার্য?
ক. শিল্পের
খ. গ্যাসের
গ. কৃষি ও শিল্পের
ঘ. কীটনাশকের
৬। উদ্ভিদের বৈশিষ্ট্য অনুসারে বনাঞ্চলকে কয়টি ভাগে ভাগ করা যায়?
ক. ২ ভাগে খ. ৩ ভাগে
গ. ৪ ভাগে ঘ. ৫ ভাগে
৭। দেশের নদ-নদীগুলো কিসের দ্বারা ভরে যাচ্ছে?
ক. পলিতে
খ. ময়লা-আবর্জনায়
গ. পাথরে ঘ. মাটিতে
৮। কোন সময়ে নদীর নাব্যতা-হ্রাস পায়?
ক. শরৎকালে
খ. শীতকালে
গ. বর্ষাকালে
ঘ.শুষ্ক মৌসুমে
৯। কোথায় প্রচুর বাঁশ ও বেত জন্মে?
ক. সিলেট
খ. বরিশাল
গ. কুমিল্লা
ঘ. খুলনা
১০. একটি দেশের মোট আয়তনের কত শতাংশ বনভূমি থাকা প্রয়োজন?
ক. ২০-২৫
খ. ২৫-৩০
গ. ৩০-৩৫
ঘ. ১৫-১৭
উত্তর : ১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.গ ৬.খ ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ক।


আরো সংবাদ



premium cement