২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১, ১৩ শাওয়াল ১৪৪৫
`
রসায়ন

২০২২ সালের এসএসসি পরীক্ষার প্রস্তুতি : রসায়ন

অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি
-


সুপ্রিয় ২০২২ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘অষ্টম অধ্যায় : রসায়ন ও শক্তি’ থেকে ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। বিদ্যুৎ পরিবহনের কৌশলের উপর ভিত্তি করে পরিবাহী কত প্রকার?
ক) এক খ) দুই
গ) তিন ঘ) চার
২। তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কোনো ধাতুর ওপর অন্য ধাতুর প্রলেপ দেয়াকে কী বলে?
ক) ভলকানাইজিং খ) ধাতু বিশোধন
গ) গ্যালভানাইজিং ঘ) ইলেকট্রোপ্লেটিং
৩। এক মোল মিথেন গ্যাস পোড়ালে কী পরিমাণ শক্তি উৎপন্ন হবে?
ক) 890KJ খ) 891KJ
গ) 892KJ ঘ) 900KJ
৪। Cl-Cl বন্ধন ভাঙতে কত কিলোজুল শক্তি লাগে?
ক) ২৪৪ খ) ৩২৬
গ) ৪১৪ ঘ) ৪৩১
৫। গ্লুকোজ সেন্সরে তড়িৎ বিশ্লেষ্য কোনটি?
ক) ধাতুর পাতলা আবরণ
খ) গ্লুকোজ
গ) রক্ত
ঘ) হাতের চামড়া
৬। শক্তির কোন উৎসটির মজুদ ক্রমশ কমছে?
ক) বায়ু
খ) সৌরবিদ্যুৎ
গ) জীবাশ্ম জ্বালানি
ঘ) রাসায়নিক শক্তি
৭। অ্যানোডে কোন বিক্রিয়া সম্পন্ন হয়?
ক) জারণ
খ) বিজারণ
গ) প্রশমন
ঘ) হাইড্রেশন
৮। ভূগর্ভস্থ জ্বালানি সৃষ্টির রহস্য কী?
ক) ভূমিকম্প খ) উদ্ভিদও প্রাণীর মৃতদেহ
গ) আগ্নেয়গিরি ঘ) ভৌগোলিক পরিবর্তন
৯। কোনটির বন্ধন শক্তি 431KJ/ mol.
ক) H - H খ) C - H
গ) O = O ঘ) H - Cl
১০। ফসিল ফুয়েল নয় কোনটি?
ক) কয়লা
খ) পেট্রোল
গ) ডিজেল
ঘ) ইথানল
উত্তর : ১। খ, ২। ঘ, ৩। খ, ৪। ক, ৫। গ, ৬। গ, ৭। ক, ৮। খ, ৯। ঘ, ১০। ঘ।

 


আরো সংবাদ



premium cement