২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
নি ত্যো প ন্যা স

আকাশের ওপারে আকাশ

-

বাহাত্তর.

রিয়াজ মাথা নিচু করে অপরাধীর মতো ভঙ্গিমায় বলল, আসলে কথাটা বলতে আমার খুব খারাপ লাগছে। বিশেষত তোমাদের এখানে এত সব ভালো ভালো জিনিস দেখে এরকম খারাপ চিন্তা মাথায় আসছে দেখে নিজের উপরেই ঘৃণা হচ্ছে আমার। ভালোদের সাথে থাকলে খারাপ মানুষও ভালো হয়। কিন্তু আমি পারছি না কেন। কিন্তু কী আর করা। আমার মাথায় যে ও চিন্তা ঘুরছে।
তিতলী পরী মুখে হাসি হাসি ভাব করলেও বিরক্ত কণ্ঠে বলল, তোমরা মানুষরা অহেতুক কথাবার্তা বলে সময় নষ্ট করো। আসল কথাটা বলতে তোমরা এত প্যাঁচাও কেন বুঝি না। ঝট করে মনের কথাটা বলে ফেলাই ভালো নয় কি?
রিয়াজ বলে, না মানে আমি বলতে চাচ্ছিলাম আমি যে বাসায় কাজ করতাম ওখানে আমার বয়সী একটা ছেলে আছে বাবু। ওকে যদি কোনোভাবে কিছু দিনের জন্য মানে আমি যত দিন এখানে থাকি তত দিনের জন্য নিয়ে আসা যেত তা হলে বড় ভালো হতো।
‘ও বুঝেছি তোমার একজন মানুষ বন্ধু দরকার তাই তো। পরী বন্ধুতে আশ মিটছে না।’ তিতলী পরীর গলা কিছুটা বিষণœ।
রিয়াজ জোরে জোরে মাথা দু’দিকে নেড়ে আপত্তির সাথে বলল, না না, তা নয়। ও আমার বন্ধু হতে যাবে কেন? আমার সাথে ওর আচরণ চাকরের মতো। ও আমাকে কম জ্বালায়নি। (চলবে)


আরো সংবাদ



premium cement