২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`
ইং ল্যা ন্ডে র লো ক কা হি নী

জাদুর টুপি

-

(গত দিনের পর)
প্রায় চিৎকার দিয়ে ওঠে সে। হ্যাঁ এই তো, এই তো সেই হ্যাট! সেই ম্যাজিক হ্যাট। পরী বলে গেছে, জাদুর টুপিটি মাথায় পরলেই নাকি একটি করে স্বর্ণমুদ্রা পাওয়া যাবে। সত্যিই কি তাই? দেখিতো পরে। কিছু ভেবে ওঠার আগেই সে ম্যাজিক হ্যাট মাথায় বসিয়ে দেয় এবং সাথে সাথেই আবার খুলে ফেলে। খুলেই দেখে জাদুর টুপির ভেতরে চকচক করছে একটি স্বর্ণমুদ্রা!
আরে, অবাক কাণ্ড তো! পরীর কথাই তো ঠিক। কোনো কিছু না ভেবেই কোকো আবার টুপিটি মাথায় পরে এবং খুলে ফেলে। আরো একটি স্বর্ণমুদ্রা পেয়ে যায় সে। আবার পরে এবং আরেকটি স্বর্ণমুদ্রা পায়। খুশিতে আত্মহারা এখন কোকো।
খুশির আতিশয্যে এতক্ষণ প্রায় উন্মাদের মতো ছিল সে। তিন তিনটি স্বর্ণমুদ্রা পেয়ে এবার কিছুটা হুঁশ ফিরে আসে তার। মনে পরে পরীর সেই সতর্কবাণী। তিন বারের বেশি পরতে যেও না ম্যাজিক হ্যাট। তা হলে তুমি স্বর্ণমুদ্রা পাবে ঠিকই, কিন্তু তোমার উচ্চতাও এক ইঞ্চি করে কমে যাবে।
কোকো কিছুটা ভয় পায়, কিছুটা অবাকও হয়। (চলবে)

 

 


আরো সংবাদ



premium cement