১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`
২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮২

গণিত: সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় সাত : দশমিক ভগ্নাংশ’ এবং ‘অধ্যায় আট : গড়’ থেকে আরো ১৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় সাত : দশমিক ভগ্নাংশ
প্রশ্ন : ১১´০.১১´১.১= কত?
উত্তর : ১.৩৩১
প্রশ্ন : ০.৪´০.০৪´০.০০৪= কত?
উত্তর : ০.০০০০৬৪
প্রশ্ন : ০.২০৫ ´ ৮ = কত?
উত্তর : ১.৬৪
প্রশ্ন : ৪.৩৫ ´ ১০০ = কত?
উত্তর : ৪৩৫
প্রশ্ন : একটি আমের ওজন ০.৭৫ কেজি। এরূপ ৮টি আমের ওজন কত?
উত্তর : ৬ কেজি।
প্রশ্ন : রিনি ১ ঘণ্টায় ৩.৫ কিলোমিটার হাঁটতে পারে। ৭ কিলোমিটার হাঁটতে তার কত ঘণ্টা লাগবে?
উত্তর : ২ ঘণ্টা।
প্রশ্ন : এক প্যাকেটে ০.৩৩৪ লিটার জুস আছে। এরূপ ৫০টি প্যাকেটে কত লিটার জুস আছে?
উত্তর : ১৬.৭ লিটার।
প্রশ্ন : একটি সাইকেল মেরামত করতে ০.২ ঘণ্টা সময় লাগলে ২টি সাইকেল মেরামত করতে মেকারের কত মিনিট সময় লাগবে?
উত্তর : ২৪ মিনিট।
প্রশ্ন : ২০.৫ মিটার ফিতা ১০ জনের মধ্যে সমান করে ভাগ করে দিলে প্রত্যেকে কত মিটার করে পাবে?
উত্তর : ২.০৫ মি.
প্রশ্ন : ৮৯৪.৭ কে ১০০ দ্বারা গুণ করলে গুণফল কোনটি হবে?
উত্তর : ৮৯৪৭০
প্রশ্ন : ১ ইঞ্চি সমান ২.৫৪ সে.মি. হলে ১২ ইঞ্চিতে কত সে.মি.?
উত্তর : ৩০.৪৮ সে.মি.
অধ্যায় আট : গড়
প্রশ্ন : গড় কাকে বলে?
উত্তর : কতগুলো এক জাতীয় রাশির যোগফলকে রাশিগুলোর সংখ্যা দ্বারা ভাগ করলে প্রাপ্ত ভাগফলকে গড় বলে।
প্রশ্ন : গড় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : গড়= রাশিগুলোর যোগফল গু রাশিগুলোর সংখ্যা।
প্রশ্ন : গড় নির্ণয়ের ক্ষেত্রে কোন প্রক্রিয়ায় কাজ করতে হয়?
উত্তর : যোগ, ভাগ।
প্রশ্ন : গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলোর অবস্থা কীরূপ হতে হয়?
উত্তর : গড় নির্ণয়ের ক্ষেত্রে রাশিগুলো সমজাতীয় হতে হয়।
প্রশ্ন : একই জাতীয় কয়েকটি রাশির সংখ্যা এবং গড় দেয়া থাকলে কোন সূত্র প্রয়োগ করে রাশিগুলোর যোগফল পাওয়া যাবে?
উত্তর : গড় ´ রাশিগুলোর সংখ্যা।


আরো সংবাদ



premium cement