২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
গণিত

২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৬৫

অনুশীলনী-৬(ক)
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ গণিত বিষয়ের অনুশীলনী-৬(ক) থেকে ২টি অঙ্কের সমাধান নিয়ে আলোচনা করব।
প্রশ্ন-৫ : ৩ ৩৪ মি . ও ২ ১৩ মি. দৈর্ঘ্যরে দু’টি ফিতা একত্রে কত মিটার?
সমাধান :
দেয়া আছে, দু’টি ফিতার দৈর্ঘ্য যথাক্রমে ৩ ৩৪ মি. ও ২ ১৩ মিটার
সুতরাং দু’টি ফিতা একত্রে হবে :
(৩ ৩৪ + ২ ১৩ ) মিটার
= (১৫৪ + ৭ ৩ ) মিটার
= (৪৫১২ +২৮১২) মিটার [সমহরে প্রকাশ করে]
= ৪৫+২৮ ১২ মিটার
= ৭৩১২ মিটার
= ৬ ১ ১২ মিটার
উত্তর : ৬ ১ ১২ মিটার।
প্রশ্ন-৬ : গিতার কাছে ১৫৬ লিটার ও মামুনের কাছে ১৩৮ লিটার জুস আছে। কার জুসের পরিমাণ বেশি এবং কত বেশি?
সমাধান :
প্রশ্নানুযায়ী, গিতার আছে ১৫৬ বা ১১৬ লিটার জুস
মামুনের আছে ১৩৮ লিটার জুস
এখানে, ভগ্নাংশ দু’টির হর ৬ ও ৮ এবং এদের ল.সা.গু = ২৪
২৪গু৬ = ৪, ॥১১৬ = ১১´৪ ৬´৪ = ৪৪২৪
২৪গু৮ = ৩, ॥১৩৮ = ১৩´৩ ৮´৩ = ৩৯২৪
যেহেতু সমহরবিশিষ্ট ভগ্নাংশ দু’টির লব ৪৪> ৩৯
সুতরাং ৪৪২৪ > ৩৯২৪ বা, ১১৬ > ১৩৮
॥১১৬ বৃহত্তম ভগ্নাংশ
অর্থাৎ গিতার জুসের পরিমাণ বেশি।
এখন, ১১৬ - ১৩৮ = ৪৪২৪- ৩৯২৪
= ৪৪-৩৯ ২৪
= ৫ ২৪

অর্থাৎ গিতার জুসের পরিমাণ ৫ ২৪ লিটার বেশি।

উত্তর : গিতার জুসের পরিমাণ বেশি এবং ৫ ২৪ লিটার বেশি।


আরো সংবাদ



premium cement