২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৫৪

বিজ্ঞান: সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : স্বাস্থ্যবিধি’ থেকে আরো ১টি যোগ্যতাভিত্তিক প্রশ্ন ও উত্তর এবং ৪টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : ডেঙ্গু জ্বরের লক্ষণ ও চিকিৎসায় করণীয় কী?
উত্তর : ডেঙ্গু জ্বরের লক্ষণ : কেউ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হলে যেসব লক্ষণ প্রকাশ পায় তা হলো-
১.তার শরীরে জ্বর থাকবে।
২. মাথা ব্যথা করবে।
৩. শরীরের বিভিন্ন জায়গা ফুলে উঠবে।
৪. বমি হবে।
ডেঙ্গু জ্বরের চিকিৎসার্থে করণীয় : ডেঙ্গু জ্বরে কেউ আক্রান্ত হলে তার চিকিৎসার্থে করণীয় বিষয়গুলো হলো-
১. ঠিকমতো খাবার খেতে হবে।
২. এর সাথে প্রচুর নিরাপদ পানি পান করতে হবে।
৩. প্রয়োজনে স্যালাইন দিতে হবে।
৪. জ্বর ভালো না হলে জরুরিভাবে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।
শূন্যস্থান পূরণ করো
১. সব উৎসের পানি--- নয়।
উত্তর : সব উৎসের পানি নিরাপদ নয়।
২. ---সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
উত্তর : শরীর সুস্থ রাখার জন্য নিরাপদ পানি প্রয়োজন।
৩. বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন--- পরিবর্তন ঘটে।
উত্তর : বয়ঃসন্ধিকালে ছেলে ও মেয়েদের বিভিন্ন শারীরিক ও মানসিক পরিবর্তন ঘটে।
৪. আমাদের চার পাশে বিভিন্ন--- ছড়িয়ে আছে।
উত্তর : আমাদের চার পাশে বিভিন্ন রোগজীবাণু ছড়িয়ে আছে।


আরো সংবাদ



premium cement