২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
২০২১ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৫৪

বাংলা: নাটিকা : সুখী মানুষ

-

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটিকা : সুখী মানুষ’ থেকে আরো ১৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২২। উদ্দীপক এবং ‘সুখী মানুষ’ নাটিকার শিক্ষণীয় দিকটি হলো-
র) ভালো কাজ ছাড়া সম্পদ সব সময় স্থায়ী হয় না
রর) সম্পদের পাহাড় ধ্বংস হয়ে যায় যদি মন ভালো না থাকে
ররর) অল্পতেই তুষ্ট হয় এমন মানুষের সংখ্যা বেশি নয়
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
২৩। রহমত প্রথমে লোককে কত টাকা দিতে চেয়েছিল?
ক) পঁচাত্তর খ) এক শ’ টাকা
গ) দুইশত টাকা ঘ) তিন শ’ টাকা
২৪। দ্বিতীয়বার রহমত লোককে কত টাকা দিতে চাইল?
ক) একশ খ) দুইশ
গ) তিনশ ঘ) পাঁচশ
২৫। নাটকের শেষ সংলাপটি কার?
ক) লোকের খ) হাসুর
গ) রহমতের ঘ) কবিরাজের
২৬। ‘সুখী মানুষ’ নাটিকায় যে চরিত্রটি দার্শনিকতার পরিচয় বহন করে-
র) সুখী মানুষ রর) কবিরাজ ররর) হাসু
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
২৭। শেষ সংলাপটি কার সম্পর্কে?
ক) হাসুর খ) রহমতের
গ) কবিরাজের ঘ) মোড়লের
২৮। কয়টি গ্রাম খুঁজেও একটি সুখী মানুষ পাওয়া গেল না?
ক) দুইটি খ) তিনটি
গ) পাঁচটি ঘ) ছয়টি
২৯। মোড়ল কেন অশান্ত হয়ে উঠল?
ক) সম্পদের জন্য খ) পুত্রের জন্য
গ) সুখের জন্য ঘ) দুঃখের জন্য
৩০। নীতিহীন পথে সম্পদ অর্জনের পথ বর্জন করা উচিত কেন?
ক) অশান্তির মূল কারণ বলে
খ) মানুষ নৈতিকতাপ্রবণ জীব বলে
গ) সৎ পরিশ্রমে ধনী হওয়া অসম্ভব বলে
ঘ) লোভই বিত্তবানদের মূল অসুখ বলে
নিচের কবিতাংশ পড়ে প্রশ্নের উত্তর দাও :
অন্যায় যে করে আর অন্যায় যে সহে
তব ঘৃণা যেন তারে তৃণসম দহে।
৩১। উল্লিখিত বক্তব্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বাক্য বা বাক্যসমষ্টি হলো-
র) অন্যায়ভাবে ধনী না হাওয়া
রর) আপন শ্রমে জীবন যাপন করা
ররর) অবৈধ পথে অর্থশালী হওয়া ব্যক্তিকে স্নেহ করা
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৩২। উদ্দীপকের কোন ভাবটি ‘সুখী মানুষ’ নাটিকায় প্রকাশ পেয়েছে?
ক) অন্যায়কারী স্রষ্টার বর পায়
খ) অন্যায়কারী ও প্রশ্রয়দাতা সমান দোষী
গ) অনৈতিক পথ বর্জন করা উচিত
ঘ) অবৈধ দখলদাররা অশান্তিতে ভোগে
৩৩। ‘সুখী মানুষ’ নাটিকায় যে কয়টি চরিত্র ও দৃশ্য আছে-
র) পাঁচটি ও দু’টি রর) তিনটি ও দু’টি
ররর) পাঁচটি ও তিনটি
নিচের কোনটি সঠিক?
ক) র খ) রর গ) র ও রর ঘ) র, রর ও ররর
৩৪। লোকটি পাগলের মতো কী করছে?
ক) হাসছে খ) বক বক করছে
গ) দৌড়াচ্ছে ঘ) চিৎকার করছে
৩৫। মমতাজ উদ্দীন আহমদ কোন জেলায় জন্মগ্রহণ করেন?
ক) পশ্চিবঙ্গের মালদহ খ) চব্বিশ পরগনা
গ) উত্তরবঙ্গের দিনাজপুর
ঘ) ঢাকার মাতুয়াইল
৩৬। সারা দিন বনে বনে কাটলেও লোকটি সুখী মানুষ কেন?
ক) ঘরে কিছু নেই বলে খ) জামা নেই বলে
গ) সম্পদের মোহ নেই বলে
ঘ) সম্পদ চিরস্থায়ী কিছু নয় বলে
৩৭। ‘সুখী মানুষ’ নাটিকাটিতে মোড়লের নি¤œলিখিত উক্তি পাওয়া যায়-
র) জ্বলে গেল রর) হাড় ভেঙে গেল
ররর) আমাকে শ্রান্তি এনে দাও
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর গ) র ও ররর ঘ) র, রর ও ররর
৩৮। নাটিকায় দ্বিতীয় দৃশ্যটি কোন স্থানে সংঘটিত হয়েছে?
ক) মোড়লের বাড়িতে খ) হাসু মিয়ার ঘরে
গ) বনের ধারে ঘ) কবিরাজ খানায়
উত্তর : ২২. ঘ, ২৩. খ, ২৪. ঘ, ২৫. ক, ২৬. খ, ২৭. ক, ২৮. গ, ২৯. গ, ৩০. খ, ৩১. ক, ৩২. গ, ৩৩. ক, ৩৪. ক, ৩৫. ক, ৩৬. ক, ৩৭, ক, ৩৮. গ।


আরো সংবাদ



premium cement