২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৮

বাংলা কবিতা : শব্দদূষণ
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘কবিতা : শব্দদূষণ’ থেকে আরো ৪টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব।
প্রশ্ন : নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লিখ।
উত্তর : ইশকুল = বিদ্যালয়, পাঠশালা, স্কুল।
দিন = দিবা, দিবস।
পাখি = পক্ষী, বিহগ, খেচর।
গরু = গাভী, ধেনু।
ভোর = সকাল, প্রত্যুষ, ঊষা।
ঘুম = তন্দ্রা, নিদ্রা।
মন = হৃদয়, হিয়া।
কবুতর = পায়রা, কপোত।
কাক = পরভৃৎ, বায়স।
ডাক = ধ্বনি, চিৎকার।
প্রশ্ন : এক কথায় প্রকাশ করো।
উত্তর : বিরক্তি লেগেছে যারÑ বিরক্ত।
যা জ্বালা ধরায়Ñ যন্ত্রণাময়।
গরুর ডাকÑ হাম্বা।
পাখির ডাকÑ কূজন।
সহ্য করা যায় না এমনÑ অসহ্য।
প্রশ্ন : নিচের যুক্তবর্ণগুলো বিভাজন করে শব্দ তৈরি করো।
উত্তর : প্রদত্ত শব্দ বিভাজন তৈরি শব্দ
ল্ল ল+ল পল্লব, বল্লম
জ্ব জ্+ব জ্বালা, জ্বর
প্র্র প্+র (ফলা) প্রকৃতি, প্রচণ্ড
ন্ত ন্+ত শান্ত, ক্লান্ত
ব্দ ব্+দ শব্দ, খ্রিষ্টাব্দ
প্রশ্ন : কবিতায় কোন কোন পশু ও পাখির কথা বলা হয়েছে?
উত্তর : ‘শব্দদূষণ’ কবিতাটিতে গরু ও কুকুর নামক পশুর কথা বলা হয়েছে। এ ছাড়া কবিতাটিতে হাঁস, কবুতর, মোরগ, দোয়েল, চড়–ই, ঘুঘু, টুনটুনি, পাতিকাক প্রভৃতি পাখির কথা বলা হয়েছে।

 


আরো সংবাদ



premium cement