২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বিজ্ঞান অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘অধ্যায় ছয় : সুস্থ জীবনের জন্য খাদ্য’ থেকে ১৫টি শূন্যস্থান পূরণ করো নিয়ে আলোচনা করা হলো।
শূন্যস্থান পূরণ করো
১ .খাদ্যের --- দেহে কাজ করার শক্তি জোগায়।
উত্তর: খাদ্যের উপাদানসমূহ দেহে কাজ করার শক্তি জোগায়।
২ .তীব্র ঠাণ্ডায় খাদ্যে --- জন্মায় না।
উত্তর: তীব্র ঠাণ্ডায় খাদ্যে জীবাণু জন্মায় না।
৩ .খাদ্যে --- ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
উত্তর: খাদ্যে কৃত্রিম রঙ ও রাসায়নিক ব্যবহার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।
৪. --- ফুডে খাদ্য-আঁশ নেই।
উত্তর: জাঙ্ক ফুডে খাদ্য-আঁশ নেই।
৫ .খাদ্যের ছয়টি উপাদান মিলে তৈরি হয় --- খাদ্য।
উত্তর : খাদ্যের ছয়টি উপাদান মিলে তৈরি হয় সুষম খাদ্য।
৬ .সুস্থ-সবল দেহের জন্য সবার --- খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
উত্তর : সুস্থ-সবল দেহের জন্য সবার সুষম খাদ্য গ্রহণ করা প্রয়োজন।
৭. দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা --- গ্রহণ করে থাকি।
উত্তর : দেহ সুস্থ, সবল ও কর্মক্ষম রাখার জন্য আমরা খাদ্য গ্রহণ করে থাকি।
৮. ছোট ও বড় সবারই --- খাদ্য প্রয়োজন।
উত্তর : ছোট ও বড় সবারই সুষম খাদ্য প্রয়োজন।
৯.বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের চাহিদা --- হয়।
উত্তর : বয়স ও কাজের ধরন অনুযায়ী দেহের চাহিদা ভিন্ন হয়।
১০. অতিরিক্ত খাদ্য গ্রহণ বা একজাতীয় খাবার গ্রহণে দেহ--- হয়ে পড়ে।
উত্তর : অতিরিক্ত খাদ্য গ্রহণ বা একজাতীয় খাবার গ্রহণে দেহ ভারী হয়ে পড়ে।
১১.দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের---উপাদানই পরিমাণমতো দরকার।
উত্তর : দেহের চাহিদা মেটানোর জন্য খাদ্যের ছয়টি উপাদানই পরিমাণমতো দরকার।
১২. --- ও খনিজ লবণের পরিমাণ কম হলেও দেহের চাহিদামতো থাকতে হবে।
উত্তর : ভিটামিন ও খনিজ লবণের পরিমাণ কম হলেও দেহের চাহিদামতো থাকতে হবে।
১৩. দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ --- লাগে।
উত্তর : দেহের বিভিন্ন কাজের জন্য পানির পরিমাণ বেশি লাগে।
১৪. প্রধান --- টি খাদ্য উপাদান।
উত্তর : প্রধান তিনটি খাদ্য উপাদান।
১৫. যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি --- প্রয়োজন।
উত্তর : যারা শারীরিক পরিশ্রমের কাজ করে, তাদের বেশি শক্তি প্রয়োজন।

 


আরো সংবাদ



premium cement
আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত এবার বাজারে এলো শাওমির তৈরি বৈদ্যুতিক গাড়ি সকল কাজের জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার অনুভূতি থাকতে হবে : মাওলানা হালিম বিএনপি জনগণের ভাগ্য পরিবর্তনের জন্য রাজনীতি করে : ড. মঈন খান সাজেকে পাহাড়ি খাদে পড়ে মাহিন্দ্রচালক নিহত জমি রেজিস্ট্রি করে না দেয়ায় বাবার কবরে শুয়ে ছেলের প্রতিবাদ ইসরাইলি হামলায় গাজায় আরো ৭১ জন নিহত পানছড়ি উপজেলায় চলমান বাজার বয়কট স্থগিত ঘোষণা আওয়ামী লীগ দেশের স্বাধীনতাকে বিপন্ন করেছে : দুদু

সকল