২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০, ১৭ রমজান ১৪৪৫
`

২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৪

বাংলা প্রবন্ধ : শখের মৃৎশিল্প
-

প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : শখের মৃৎশিল্প’ থেকে ২টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লিখ।
উত্তর : শখÑ মনের ইচ্ছা, রুচি।
টেপা পুতুলÑ কুমোররা নরম এঁটেল মাটির চাক হাতে নিয়ে টিপে টিপে নানা ধরনের ও নানা আকারের পুতুল তৈরি করে। টিপে টিপে তৈরি করে বলে এসব পুতুলের নাম টেপা পুতুল।
নকশাÑ রেখা দিয়ে আঁকা ছবি।
শালবন বিহারÑ কুমিল্লার ময়নামতিতে মাটি খুঁড়ে আবিষ্কৃত হয়েছে প্রাচীন এই বৌদ্ধ সভ্যতার নিদর্শন। অষ্টাদশ শতকের এই পুরাকীর্তি বাংলাদেশের প্রাচীন সভ্যতার পরিচায়ক। শালবন বিহারে পাওয়া গেছে নানা ধরনের পোড়ামাটির ফলক।
টেরাকোটাÑ টেরা অর্থ মাটি আর কোটা অর্থ পোড়ানো। পোড়ামাটি দিয়ে তৈরি মানুষের ব্যবহারের সব রকমের জিনিস টেরাকোটা।
মৃৎশিল্পÑ মাটির তৈরি শিল্পকর্মকে আমরা মাটির শিল্প বা মৃৎশিল্প বলি। মৃৎশিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
শখের হাঁড়িÑ শখ করে পছন্দের জিনিস এই সুন্দর হাঁড়িতে রাখা হয় তাই এর নাম শখের হাঁড়ি।
প্রশ্ন : নিচের শব্দগুলো দিয়ে বাক্য রচনা করো।
উত্তর : শখÑ শখের যেকোনো জিনিসই সুন্দর।
টেপা পুতুলÑ মেলা থেকে আমি একটি টেপা পুতুল কিনেছি।
নকশাÑ বৈশাখী মেলায় গিয়ে দেখলাম নানা রকম নকশা করা গ্রামের শিল্পীদের তৈরি জিনিসপত্র।
টেরাকোটাÑ বাংলার অনেক পুরনো শিল্প এই টেরাকোটা।
কান্তজীর মন্দিরÑ দিনাজপুরে কান্তজীর মন্দিরের গায়ে টেরাকোটার নিদর্শন রয়েছে।
মহাস্থানগড়Ñ মহাস্থানগড়ে পাওয়া গেছে প্রাচীন বাংলার নিদর্শন।
কারুকাজÑ শখের হাঁড়িতে সুন্দর কারুকাজ করা থাকে।
তৈজসপত্রÑ বৈশাখী মেলায় নানা রঙের মাটির তৈরি তৈজসপত্র পাওয়া যায়।
নৈপুণ্যÑ কুমোররা তাদের হাতের নৈপুণ্য দ্বারা মাটি দিয়ে বিভিন্ন জিনিসপত্র বানায়।
সরঞ্জামÑ মাটির শিল্প তৈরির জন্য দরকার ছোটখাটো যন্ত্রপাতি ও সরঞ্জাম।
বৈচিত্র্যÑ মাটির ফলকে বৈচিত্র্য এনে নকশা করা হয়।
নিদর্শনÑ নরসিংদীর উয়ারী বটেশ্বরে হাজার বছরের নিদর্শন পাওয়া গেছে।
কদরÑ বর্তমান যুগে পোড়ামাটির নকশার কদর বেড়েছে।
মেলাÑ চলো মেলা থেকে ঘুরে আসি।


আরো সংবাদ



premium cement