২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০২১ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৪৪

বাংলা প্রবন্ধ : আমাদের লোকশিল্প
-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

সুপ্রিয় জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘প্রবন্ধ : আমাদের লোকশিল্প’ থেকে আরো ১৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৭। কাঁসা ও পিতলের তৈরি জিনিসপত্রের ব্যবহার বর্তমানে কোন শিল্পের প্রসারে লোপ পেয়েছেÑ
ক) কাঠ খ) কাগজ
গ) প্লাস্টিক ঘ) মৃৎ
৮। পিতলের শৌখিন সামগ্রী কোন গুলো?
ক) গ্লাস, বাটি, চামচ
খ) বদনা, জগ, মগ
গ) পুতুল, ফুলদানি, নকশিকাঁথা
ঘ) বালতি, ফুলের টব, হাঁড়ি
নিচের উদ্ধৃতাংশটুকু পড়ে ৯ ও ১০ নম্বর প্রশ্নের উত্তর দাও:
‘বাঙালির খাদি কাপড়ের সমাদর শুধু গ্রামেই নয়, শহরেও। কেননা
এ কাপড়ের তৈরি পোশাক গায়ে মানায় ভালো, পড়তে আরামদায়ক
এবং টেকেও বেশি দিন। আজকালকার বিদেশী পোশাকে চাকচিক্য
থাকলেও স্বস্তি নেই।’
৯। উদ্ধৃতাংশে খাদি কাপড়ের কোন বৈশিষ্ট্যটি প্রকাশ পেয়েছে?
ক) সমাদর খ) গুরুত্ব
গ) ঐতিহ্য ঘ) মর্যাদা
১০। কোন আন্দোলনের স্বাক্ষর উদ্ধৃতাংশের খাদি কাপড়?
ক) স্বদেশী আন্দোলন
খ) মুক্তিযুদ্ধ
গ) গণঅভ্যুত্থান
ঘ) ভাষা আন্দোলন
১১। কোনটি মোগল বাদশাহদের বিলাসের বস্তু ছিল?
ক) মসলিন খ) জামদানি
গ) নকশিকাঁথা ঘ) খাট-পালঙ্ক
১২। সিলেটের মনিপুরী মেয়েরা কোন অঞ্চলের অধিবাসী?
ক) মাছিমপুর খ) জৈন্তাপুর
গ) দিমহি ঘ) শাল্লা
১৩। জামদানি শাড়ির জন্য কোনটি প্রয়োজনীয়?
ক) উচ্চ তাপমাত্রা খ) আর্দ্রতা
গ) নদীর পানি
ঘ) বৃষ্টির পানি
১৪। খাদির বৈশিষ্ট্য কী?
ক) এটি অত্যন্ত টেকসই
খ) এটি সাধারণ মানুষের ব্যবহার্য
গ) এটি অত্যন্ত কম দামের
ঘ) এটি হাতে তৈরি
১৫। আমাদের লোকশিল্প প্রবন্ধটি কোন গ্রন্থ থেকে নেয়া হয়েছে?
ক) একটি গ্রামীণ লোকশিল্প গ্রন্থ থেকে
খ) আমাদের লোককৃষ্টি গ্রন্থ থেকে
গ) আমাদের কৃষ্টি গ্রন্থ থেকে
ঘ) একটি পরিবারের কাহিনী গ্রন্থ থেকে
১৬। লোকশিল্পের কোন উপকরণটি অধুনা বিলুপ্ত হয়েছে?
ক) খুলনার মাদুর
খ) সিলেটের শীতল পাটি
গ) কুমিল্লার আদ্দি
ঘ) ঢাকাই মসলিন
আমাদের দেশীয় বাসনপত্রের কয়েকটি উপকরণ নিচে লক্ষ করো :
র) তামা, মাটি রর) লোহা, রুপা
ররর) কাঁসা, পিতল
১৭। ওপরের কোন তৈরি দ্রব্যটি অতীতে অধিক প্রচলিত ছিল?
ক) র খ) র ও ররর গ) ররর ঘ) র, রর ও ররর
১৮। গ্রামের লোকেরা নকশি আঁকত কোথায়?
ক) কাঠের ওপরে খ) দোয়ারিতে
গ) কাঁথায় ঘ) দরজায়
১৯। এক একটি সাধারণ নকশিকাঁথা সেলাই করতে কত দিন সময় লাগে?
ক) পাঁচ মাস খ) ছয় মাস
গ) আট মাস ঘ) নয় মাস
২০। কোন ধরনের বাসনপত্রে ফরমাশকারীর নাম খোদাই করা থাকে?
ক) কাঁসা ও পিতলের
খ) রুপার
গ) মাটির তৈরি
ঘ) কাঁসা ও রুপার
২১। কী আমাদের দেশে অপ্রতুল নয়?
ক) লোহা খ) ঢেউটিন
গ) কাঠ ঘ) বাঁশ
উত্তর : ৭. গ, ৮. ক, ৯. খ, ১০. ক, ১১. ক, ১২. ক, ১৩. খ, ১৪. ঘ, ১৫. খ, ১৬. ঘ, ১৭. গ, ১৮. গ, ১৯. খ, ২০. ক, ২১. ঘ।

 


আরো সংবাদ



premium cement