১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র কবিতা : ঐকতান

-

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘কবিতা : ঐকতান’ থেকে আরো ১২টি জ্ঞানমূলক প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : তাঁতি কীভাবে তাঁত বোনে?
উত্তর : তাঁতি বসে তাত বোনে।
প্রশ্ন : কবি নিজেকে কোথায় বসার কথা বলেছেন?
উত্তর : সঙ্কীর্ণ বাতায়নে।
প্রশ্ন : কবি নিজেকে সমাজের কোন মঞ্চের লোক বলেছেন?
উত্তর : উচ্চ মঞ্চের।
প্রশ্ন : কবি মাঝে মাঝে কোথায় গিয়েছেন?
উত্তর : পাড়ার প্রাঙ্গণের ধারে।
প্রশ্ন : কবি কিসের কথা মেনে নেন?
উত্তর : কবি নিন্দার কথা মেনে নেন।
প্রশ্ন : কবির কোনটি সর্বত্রগামী হয়নি?
উত্তর : কবির কবিতা সর্বত্রগামী হয়নি।
প্রশ্ন : কবির মতো প্রাণহীন এ দেশেতে চারি ধার, কেমন?
উত্তর : কবির মতে প্রাণহীন এ দেশেতে চারিধার গানহীন।
প্রশ্ন : কবির মতে অবজ্ঞার তাপে পৃথিবী কেমন?
উত্তর : শুষ্ক নিরানন্দ।
প্রশ্ন : ‘ঊর্ধ্বে প্রকাশ করে দাও’ বোঝানো হয়েছে কোন শব্দে ?
উত্তর : ‘উদ্বারি’ শব্দে।
প্রশ্ন : কবিতায় একতারা যাদের বলতে কাদের বুঝিয়েছেন?
উত্তর : অবজ্ঞাত উপেক্ষিত মানুষদের।
প্রশ্ন : জীবনে জীবন যোগ, মানে কী?
উত্তর : জীবনের সঙ্গে জীবনের সংযোগ ঘটানো।
প্রশ্ন : কবি মর্মের বেদনা কী করার কথা বলেছেন?
উত্তর : কবি মর্মের বেদনা উদ্ধার করার কথা বলেছেন।


আরো সংবাদ



premium cement