২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

২০২১ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-১৯

বিজ্ঞান প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ চতুর্থ অধ্যায় : বায়ু
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ’ থেকে ২০টি শূন্যস্থান পূরণ করো এবং ‘চতুর্থ অধ্যায় : বায়ু’ থেকে ২টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
প্রথম অধ্যায় : আমাদের পরিবেশ
শূন্যস্থান পূরণ করো
১. উদ্ভিদের পাতায়--- কণিকা রয়েছে।
২. শক্তির প্রধান উৎস---।
৩. উদ্ভিদের সবুজ কণিকা হচ্ছে---।
৪. ক্লোরোফিল উদ্ভিদের--- তৈরিতে সহায়তা করে।
৫. সবুজ উদ্ভিদ--- প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
৬.পৃথিবীর সব প্রাণী খাদ্যের জন্য প্রত্যক্ষ ও পরোক্ষভাবে--- ওপর নির্ভরশীল।
৭. প্রাণী শ্বাসকার্যে--- গ্রহণ করে।
৮. প্রাণীর মলমূত্র মাটিতে মিশে মাটির--- বৃদ্ধি করে।
৯. অনেক প্রাণীর মাধ্যমে বিভিন্ন উদ্ভিদের--- বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।
১০.সব প্রাণীর বেঁচে থাকার জন্য--- প্রয়োজন।
১১.উদ্ভিদ--- ব্যবহার করে খাদ্য উৎপাদন করে।
১২.সবুজ উদ্ভিদ খাদ্য তৈরির সময়--- ছাড়ে।
১৩.কীটপতঙ্গ, পাখি এগুলোর মাধ্যমে উদ্ভিদের--- ঘটে।
১৪.প্রাণী--- জন্য উদ্ভিদের ওপর নির্ভরশীল।
১৫.কয়েকটি খাদ্য শৃঙ্খল মিলে তৈরি হয়---।
১৬.ছোট প্রাণীকে--- হিসেবে গ্রহণ করে বড় প্রাণী।
১৭.প্রাণী খাদ্যের জন্য--- ওপর নির্ভরশীল।
১৮.প্রাণী নিজের--- নিজে তৈরি করতে পারে না।
১৯.সব উদ্ভিদ ও প্রাণীর বেঁচে থাকার জন্য--- প্রয়োজন।
২০. কয়েকটি--- যুক্ত হয়ে খাদ্যজাল তৈরি হয়।
উত্তর : ১. সুবজ, ২. সূর্য, ৩. ক্লোরোফিল, ৪. খাদ্য,
৫. সালোকসংশ্লেষণ, ৬. উদ্ভিদের, ৭. অক্সিজেন,
৮. উর্বরতা, ৯. বীজ, ১০. শক্তি, ১১. সূর্যের আলো,
১২. অক্সিজেন, ১৩. পরাগায়ন ঘটে, ১৪. খাদ্যের,
১৫. খাদ্যজাল, ১৬. খাদ্য, ১৭. উদ্ভিদের, ১৮. খাদ্য,
১৯. শক্তি, ২০. খাদ্য শৃঙ্খল।
চতুর্থ অধ্যায় : বায়ু (সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন)
প্রশ্ন : মানুষ কিভাবে বায়ুপ্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে?
উত্তর : বায়ুপ্রবাহকে ব্যবহার করে পালের নৌকা চালানো, শক্তি উৎপাদন, যান্ত্রিক শক্তি তৈরি এবং ভিজা জামাকাপড় শুকানো ইত্যাদি কাজ করা হয়।
প্রশ্ন : মানুষের স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবসমূহ কী?
উত্তর : বায়ু দূষণের ফলে মানুষ ফুসফুসের ক্যান্সার, শ্বাসজনিত রোগ, হৃদরোগের মতো বিভিন্ন রোগে আক্রান্ত হয়।


আরো সংবাদ



premium cement
অনির্দিষ্টকালের জন্য বন্ধ চুয়েট, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ সখীপুরে সাবেক ও বর্তমান এমপির সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ তীব্র গরমের জন্য আওয়ামী লীগ সরকার অন্যতম দায়ী : মির্জা আব্বাস সৈয়দপুরে জামায়াতের উদ্যোগে সালাতুল ইসতিসকার নামাজ আদায় জিম্বাবুয়ে সিরিজের শুরুতে না থাকার কারণ জানালেন সাকিব ঝালকাঠিতে গ্রাম আদালত কার্যক্রম পরিদর্শনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দল চুয়াডাঙ্গায় বাতাসে আগুনের হল্কা : গলে যাচ্ছে সড়কের পিচ বৃষ্টির নামাজ আদায়ের নিয়ম আজও স্বর্ণের দাম ভরিতে ৬৩০ টাকা কমেছে শিক্ষাপ্রতিষ্ঠান ২৮ এপ্রিল খুলে দেয়ার প্রস্তুতি, ক্লাস চলবে শনিবারও মিরসরাইয়ে জুস খাইয়ে অজ্ঞান করে লুট, মূল হোতা গ্রেফতার

সকল