২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫
`

এসএসসি পরীক্ষা : ইসলাম ও নৈতিক শিক্ষা দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস

-

প্রিয় ২০২১ সালের এসএসসি পরীক্ষার শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। সংশোধিত পুনর্বিন্যাসকৃত সিলেবাস অনুযায়ী আজ তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের ‘দ্বিতীয় অধ্যায় : শরিয়তের উৎস’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬। ‘আমার উম্মতের সর্বাধিক ফজিলতপূর্ণ ইবাদত হচ্ছে কুরআন মাজিদ তিলাওয়াত করা’ বাণীটি কোন হাদিস গ্রন্থের অন্তর্ভুক্ত?
ক. বুখারি শরিফ
খ. মুসলিম শরিফ
গ. বায়হাকি শরিফ
ঘ. তিরমিযি শরিফ
৭। আল হাকিম বা জ্ঞানভাণ্ডার বলা হয়Ñ
ক. কুরআন মাজিদকে
খ. মারফু হাদিসকে
গ. মাকতু হাদিসকে ঘ. হাদিসে কুদসিকে
৮। কুরআন বিলুপ্তির আশঙ্কা দেখা দিয়েছিল কোন যুদ্ধের কারণে?
ক. বদরের যুদ্ধে
খ. ইয়ামামার যুদ্ধে
গ. তাবুকের যুদ্ধে
ঘ. উহুদের যুদ্ধে
৯। শরিয়াত শব্দের অর্থ কী?
ক. মেরুদণ্ড খ. জ্ঞান
গ. রাস্তা
ঘ. চিন্তা
১০। মহানবী (সা:) হিজরতের পূর্বে কুরআন শিক্ষা দেয়ার জন্য কাকে মদিনায় প্রেরণ করেছিলেন?
ক. হজরত ওমর রা:
খ. হজরত আলী রা:
গ. হজরত উসমান রা:
ঘ. মুসআব ইবনে উমাইর রা:
১১। আন নূর শব্দের অর্থ কী?
ক. জ্যোতি
খ. উপদেশ
গ. অবতীর্ণ
ঘ. অন্ধকার
১২। কুরআন মাজিদ সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব। কারণ এতে রয়েছেÑ
র. অন্যান্য কিতাবের সারবস্তু
রর. মানবজাতির হিদায়াত
ররর. মুসলমানদের কল্যাণ
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র ও রর গ. রর ঘ. ররর
১৩। কিভাবে কুরআন তিলাওয়াত করা আবশ্যক?
ক. দেখে দেখে
খ. সুন্দর সুরে
গ. তাজবিদ সহকারে
ঘ. ধীরে ধীরে
উত্তর : ৬. গ, ৭. ক, ৮. খ, ৯. গ, ১০. ঘ, ১১.ক, ১২. খ, ১৩. গ।


আরো সংবাদ



premium cement