১৮ এপ্রিল ২০২৪, ০৫ বৈশাখ ১৪৩১, ০৮ শাওয়াল ১৪৪৫
`

এইচএসসি পরীক্ষার প্রস্তুতি : বাংলা প্রথম পত্র গল্প : অপরিচিতা

-

সুপ্রিয় এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। এইচএসসি পরীক্ষার সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গল্প : অপরিচিতা’ থেকে আরো ৯টি বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫. ‘তলায় সামান্য কিছু বাকি আছে।’- এ বাক্যে কোন বিষয়টি ফুটে উঠেছে?
ক. বৈষয়িক সম্পত্তি যৎসামান্য এখনও আছে
খ. মঙ্গলঘটের তলায়দু-চারটে মোহর এখনও আছে
গ. বংশমর্যাদা এখনও একেবারে শেষ হয়নি
ঘ. মেয়ের বংশে এখনও কিছু সুন্দরী কন্যা রয়েছে
২৬. ‘অপরিচিতা’ গল্পে উল্লেখকৃত মেয়ের বাবার সন্তান সংখ্যা কত?
ক. এক খ. দুই
গ. তিন ঘ. চার
২৭. অনুপমের মন ভার হলো কেন?
ক. মেয়ের বংশ গৌরব শুনে
খ. মেয়ের পিতার দৈন্যে
গ. মেয়ের পরিবার পশ্চিমে বাস করে বলে
ঘ. মেয়ের বয়স পনেরো শুনে
২৮. বরের হাট মহার্ঘ কেন?
ক. যোগ্য বরের অভাবে
খ. যৌতুকের কারণে
গ. স্থান-কাল পাত্রের বাছবিচারে
ঘ. মেয়ের বয়সের কারণে
২৯. ‘অপরিচিতা’ গল্পে ‘বিবাহের ভূমিকা-অংশটা’ বলতে কী বোঝানো হয়েছে?
ক. ছেলের খোঁজখবর
খ. মেয়ের খোঁজখবর
গ. ছেলেমেয়ের কৌলিন্য যাচাই
ঘ. বিয়ের বরযাত্রী সমাদর ও আর্থিক লেনদেন
৩০. ‘অপরিচিতা’ গল্পের কথকের মনের মধ্যে কী ইচ্ছা ছিল?
ক. কানপুরে যাওয়ার খ. কোন্নগর ঘুরে আসার
গ. নিজের চোখে মেয়ে দেখার ঘ. পাত্রী সম্পর্কে মতামত জানাবার
৩১. অনুপমের নিজের চোখে মেয়ে দেখা হলো না কেন ?
ক. এটি বড়ই আপত্তির কাজ
খ. কুলীন বংশে এটি চলে না
গ. মামার এতে ঘোরতর আপত্তি ছিল
ঘ. সাহস করে প্রস্তাব করতে না পারায়
৩২. ‘অপরিচিতা’ গল্পের কন্যাকে আশীর্বাদ করার জন্য কাকে পাঠান হলো?
ক. পাত্রকে
খ. হরিশকে
গ. বিনুদাদাকে
ঘ. মামাকে
৩৩. ‘অপরিচিতা’ গল্পের কন্যার পিতার নাম কী?
ক. বিশ্বনাথ বাবু খ. শম্ভুনাথ বাবু
গ. আদ্যিনাথ বাবু ঘ. বিশ্বম্ভর বাবু
উত্তর : ২৫. ক, ২৬.ক, ২৭. ঘ, ২৮. খ, ২৯. খ, ৩০.গ, ৩১. ঘ,৩২.গ, ৩৩.খ।


আরো সংবাদ



premium cement