১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

২০২১ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৩

বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় এক : ঔপনিবেশিক যুগ ও বাংলার স্বাধীনতা সংগ্রাম’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৫। ছিয়াত্তরের মন্বন্তরের কারণ হলোÑ
র. অতিরিক্ত করের বোঝা
রর. ফসলে পোকার আক্রমণ
ররর. তিন বছরের অনাবৃষ্টি
নিচের কোনটি সঠিক?
ক. রর খ. ররর গ. র ঘ. র ও ররর
২৬। ভারত কত সালে স্বাধীনতা লাভ করে?
ক. ১৫ আগস্ট, ১৯৪৭ সালে
খ. ১৬ আগস্ট, ১৯৪৭ সালে
গ. ১৪ আগস্ট, ১৯৪৭ সালে
ঘ. ১৭ আগস্ট ১৯৪৭ সালে
২৭। ১৯০৬ সালে মুসলিম লীগ প্রতিষ্ঠার উদ্দেশ্য ছিলÑ
ক. আলাদা মুসলিম রাষ্ট্র প্রতিষ্ঠা করা
খ. মুলমানদের দাবিদাওয়া তুলে ধরা
গ. হিন্দুদের দাবিদাওয়া তুলে ধরা
ঘ. আলাদা হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা
২৮। নবাব সিরাজউদ্দৌলার রাজধানী ছিলÑ
ক. সোনারগাঁও খ. কলকাতা
গ. বিহার ঘ. মুর্শিদাবাদ
নিচের উদ্দীপকটি পড়ে ২৯ ও ৩০ নম্বর প্রশ্নের উত্তর দাও।
প্রিয়তা একজন তরুণ লেখক এবং সমাজ সচেতন নাগরিক। সে মনে করে, ব্রিটিশ আমলে বাংলায় যেমন নবজাগরণ ঘটেছিল, তেমনি বাংলাদেশ থেকে যাবতীয় অন্যায় অবিচার দূর করতে তরুণদের মধ্যে নৈতিক নবজাগরণ ঘটাতে হবে।
২৯। কলকাতা বিশ্ববিদ্যালয় কত সালে প্রতিষ্ঠিত হয়?
ক. ১৮০০ সালে খ. ১৮০১ সালে
গ. ১৮৫৭ সালে ঘ. ১৯০৬ সালে
৩০। প্রিয়তা ব্রিটিশ আমলে নবজাগরণের ক্ষেত্রে যাদের দিকে ইঙ্গিত করেছেনÑ
র. লর্ড বেন্টিঙ্ক রর. রাজা রামমোহন রায়
ররর. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
নিচের কোনটি সঠিক?
ক. র খ. রর ও ররর গ. রর ঘ. ররর
৩১। কত সালে ফখরুদ্দিন মোবারক শাহ বাংলায় স্বাধীন সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন?
ক. ১৩৩৮ সালে খ. ১৩৫০ সালে
গ. ১৩০৫ সালে ঘ. ১৩৩৫ সালে
৩২। ওয়েস্ট ফালিয়ার চুক্তি হলোÑ
ক. গরিব দেশগুলোর মধ্যে একটি চুক্তি
খ. ধনী দেশগুলোর মধ্যে একটি চুক্তি
গ. যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি চুক্তি
ঘ. উপনিবেশ দেশগুলোর মধ্যে একটি চুক্তি
৩৩। বার ভূঁইয়াদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ছিলেনÑ
ক. শায়েস্তা খান খ. প্রতাপাদিত্য
গ. মুসা খান ঘ. ঈসা খান

উত্তর : ২৫. ঘ, ২৬. ক, ২৭.খ, ২৮. ঘ, ২৯. গ, ৩০. খ, ৩১. ক, ৩২. গ, ৩৩. ঘ।

 


আরো সংবাদ



premium cement
তীব্র তাপপ্রবাহে বাড়ছে ডায়রিয়া হিটস্ট্রোক মাছ-ডাল-ভাতের অভাব নেই, মানুষের চাহিদা এখন মাংস : প্রধানমন্ত্রী মৌসুমের শুরুতেই আলু নিয়ে হুলস্থূল মধ্যস্বত্বভোগীদের কারণে মূল্যস্ফীতি পুরোপুরি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না এত শক্তি প্রয়োগের বিষয়টি বুঝতে পারেনি ইসরাইল রাখাইনে তুমুল যুদ্ধ : মর্টার শেলে প্রকম্পিত সীমান্ত বিএনপির কৌশল বুঝতে চায় ব্রিটেন ভারতের ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট আজ নিষেধাজ্ঞার কারণে মিয়ানমারের সাথে সম্পৃক্ততায় ঝুঁকি রয়েছে : সেনাপ্রধান নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার পাঁয়তারা চালাচ্ছে বিএনপি : কাদের রৌমারীতে বড়াইবাড়ী সীমান্তযুদ্ধ দিবস পালিত

সকল