২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

পড়ার বিষয় : কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই)

-

কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিষয়টি বর্তমানে বাংলাদেশে একটি যুগোপযোগী বিষয়। যুগের সাথে তাল মিলাতে গিয়ে অধিকাংশ মেধাবী ছাত্র-ছাত্রীর প্রথম পছন্দের বিষয় হচ্ছে (সিএসই)। এ বিভাগের শিক্ষার্থীদের স্নাতক-স্নাতকোত্তর শিক্ষা কার্যক্রম শেষ করে চাকরির জন্য তেমন একটা অপেক্ষা করতে হয় না। আর চাকরি করতে না চাইলে ফ্রিল্যান্সিং বা ব্যবসায় প্রতিষ্ঠিত হওয়ার অনেক সুযোগ রয়েছে। কম্পিউটার বিজ্ঞানের ছাত্র-ছাত্রীদের জন্য অনেক রাস্তা খোলা রয়েছে। এ বিভাগ থেকে পাশ করা শিক্ষার্থীরা মূলত দু’ভাগে কাজ করেন। কেউ হন প্রোগ্রামার কেউবা নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর। এ ছাড়া আঁকায় দক্ষতা থাকলে গ্রাফিক্স বা ওয়েব ডিজাইনারও হতে পারেন। আরো আছে ফ্রিল্যান্সিংয়ের সুযোগ। ঘরে বসেই দেশ- বিদেশের বিভিন্ন কাজ করতে পারেন। অন্যদিকে ব্যাংক, কর্পোরেট হাউজ, গণমাধ্যমসহ প্রায় সব সরকারি-বেসরকারি অফিসে প্রয়োজন হয় কম্পিউটারে দক্ষ জনবলের। বাংলাদেশের কম্পিউটার বিজ্ঞানের শিক্ষার্থীদের চাহিদা রয়েছে দেশের বাইরে। সরাসরি গুগল, মাইক্রোসফট, ফেসবুক বা আন্তর্জাতিক মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সুযোগ এ বিভাগের শিক্ষার্থীদের রয়েছে। ভর্তির যোগ্যতা : বিজ্ঞান বিভাগে এইচএসসি/সমমান পাশ।
এনআইএসটিতে পড়ার সুবিধা : এখানে নিজস্ব ডিজিটাল লার্নিং প্লাটফর্ম, অভিজ্ঞ অধ্যক্ষের নেতৃত্বে যোত্যতাসম্পন্ন শিক্ষকমণ্ডলী, লাইব্রেরি, যাতায়াত ও হোস্টেল সুবিধা, শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য শিক্ষা ঋণ ও বিমা সুবিধা, ব্যবসার জন্য ফান্ড, কর্মসংস্থানের জন্য সহযোগিতা, ল্যাব মাল্টিমিডিয়া ক্লাশরুম এবং আধুনিক প্রযুক্তিগত সুবিধা সমৃদ্ধ ক্যাম্পাস রয়েছে। এ প্রতিষ্ঠানে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ছাড়াও ইলেক্ট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই), প্রাণরসায়ন (বায়োকেমিস্ট্রি) ও বিবিএ (প্রফেশনাল) পড়ার সুযোগ রয়েছে। যোগাযোগ : ন্যাশনাল ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ড্যাফোডিল কনকর্ড টাওয়ার, ১৯/১, পান্থপথ, ঢাকা। ফোন: ০১৮১১৪৫৮৮৬২, িি.িহরংঃ.বফঁ.নফ


আরো সংবাদ



premium cement