১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : জীববিজ্ঞান ও বাংলা প্রথমপত্র

জীববিজ্ঞান ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন
-

সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন’ থেকে আরো ১০টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৬. পত্ররন্ধ্র খুলে যাওয়ার কারণ কী?
ক) অক্সিজেনের উপস্থিতি
খ) আলোর অনুপস্থিতি
গ) আলোর উপস্থিতি
ঘ) কার্বন ডাই-অক্সাইডের উপস্থিতি
৭. হিমোগ্লোবিন কোনটির সাথে যুক্ত থাকে?
ক) শ্বেতকণিকা
খ) লোহিত কণিকা
গ) রক্তরস
ঘ) অনুচক্রিকা
৮. মানবদেহের লোহিত রক্তকণিকার গড় আয়ু কত?
ক) ৯০ দিন খ) ৬০ দিন
গ) ১২০ দিন ঘ) ১৫০ দিন
৯. মৃত শ্বেত রক্তকণিকা কিসে পরিণত হয়?
ক) পিণ্ডে খ) পুঁজে
গ) রক্তরসে ঘ) গর্তে
১০. কোন গ্রুপের রক্ত সব গ্রুপের রক্তের ব্যক্তিকে দেয়া যায়?
ক) গ্রুপ ‘অ’ খ) গ্রুপ ‘ই’
গ) গ্রুপ ‘ঙ’ ঘ) গ্রুপ ‘অই’
১১. রক্তের উচ্চ চাপকে কী বলে?
ক) ডায়াস্টোলিক
খ) সিস্টোলিক
গ) এনাস্টোলিক
ঘ) বায়োস্টেলিক
১২. কোনটি প্রাণিজ চর্বি অথবা কার্বোহাইড্রেট থেকে তৈরি?
ক) ডাই-গ্লিসারাইড
খ) ট্রাই-গ্লিসারাইড
গ) মনো-গ্লিসারাইড
ঘ) টেট্রা-গ্লিসারাইড
১৩. ব্যাপন হারের ক্ষেত্রেÑ
র. তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে
রর. বায়ুমণ্ডলের চাপ বাড়লে ব্যাপন হার কমে
ররর. যে মাধ্যমে ব্যাপন ঘটে তার ঘনত্ব বেশি হলে ব্যাপন হার বেশি হয়
নিচের কোনটি সঠিক?
ক) রর, ররর খ) র, ররর
গ) র ও রর ঘ) র, রর ও ররর
১৪. উদ্ভিদের পানি শোষণ প্রক্রিয়ার অন্তর্ভুক্তÑ
র. ইমবাইবিশন
রর. ব্যাপন
ররর. পিনোসাইটোসিস
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) রর, ররর
গ) র, রর ও রর ঘ) র ও ররর
১৫. উচ্চ রক্তচাপের কারণÑ
র. দেহের ওজন বেড়ে যাওয়া
রর. পিতামাতার এ রোগ থাকা
ররর. দৈহিক পরিশ্রম কম করা
নিচের কোনটি সঠিক?
ক) র, রর খ) র, ররর
গ) র, রর ও ররর ঘ) রর ও ররর
উত্তর : ৬.গ, ৭.খ, ৮.গ, ৯.খ, ১০. গ, ১১.খ, ১২.খ, ১৩.গ, ১৪.ক, ১৫.গ।


আরো সংবাদ



premium cement