২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

একাদশ-দ্বাদশ শ্রেণীর প্রস্তুতি : হিসাববিজ্ঞান প্রথম পত্র প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগÑ ঘটনা ও লেনদেন

-

সুপ্রিয় একাদশ-দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের হিসাববিজ্ঞান প্রথম পত্র বিষয়ের ‘প্রথম অধ্যায় : দ্বিতীয় ভাগÑ ঘটনা ও লেনদেন’ থেকে আরো ৭টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৩৩. হিসাববিজ্ঞানের প্রতিটি ঘটনা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য। এ প্রেক্ষিতে কোন ঘটনাটি লেনদেন নয়?
(ক) আর্থিক সেবা (খ) মানবীয় অনুভূতি
(গ) ধারে ক্রয়
(ঘ) নগদে বিক্রয়
৩৪. মালিক কর্তৃক নগদ উত্তোলন ১,০০০ টাকা। এর জাবেদা দাখিলা হলো উত্তেলন হিসাব, ডেবিট নগদান হিসাব, ক্রেডিট
এখানে ‘উত্তোলন হিসাবকে’ ডেবিট করার কারণ কী?
(ক) সম্পদ বৃদ্ধি
(খ) মূলধন বৃদ্ধি
(গ) দায় হ্রাস (ঘ) মালিকানা স্বত্ব হ্রাস
৩৫. হিসাববিজ্ঞানের গাণিতিক সূত্রÑ অ = খ + ঙঊ। এখানে অ ও খ-এর মধ্যস্থিত চিহ্নটি দ্বারা কী বোঝানো হয়?
(ক) হিসাবের ডান ও বাম দিক (খ) উভয় পার্শ্ব সমান
(গ) আর্থিক ঘটনা ও লেনদেন (ঘ) হিসাবের শ্রেণিবিন্যাসকরণ
৩৬. রফিক সম্প্রতি আদালত কর্তৃক ঋণ পরিশোধে অক্ষম বলে ঘোষিত হয়েছে। তাই ব্যবসায় জগতে রফিকের পরিচয়
(ক) দেউলিয়া হিসেবে
(খ) সুবিধা গ্রহণকারী হিসেবে
(গ) কারবারের মালিক হিসেবে
(ঘ) ব্যবসায়ের উদ্যোক্তা হিসেবে
৩৭. যে ঘটনার দ্বারা দুটি পক্ষের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে তাকে কী বলে? (ক) লেনদেন
(খ) হিসাব
(গ) খতিয়ান
(ঘ) রেওয়ামিল
৩৮. জনাব রনিকে ১২,০০০ টাকা বেতনে ব্যবসায়ের ম্যানেজার নিয়োগ করা হলো। এটি লেনদেন না হওয়ার যৌক্তিকতা কী?
(ক) কারবারে কর্মীর সংখ্যা বৃদ্ধি পাওয়া
(খ) বিবিধ দেনাদারের উদ্ভব ঘটা
(গ) মালিকের নিজস্ব ইচ্ছার প্রতিফলন ঘটা
(ঘ) অর্থের আদান-প্রদান অনুপস্থিত থাকা
৩৯. নগদে পণ্য ক্রয়-বিক্রয়ের প্রামাণ্য দলিল কোনটি?
(ক) চালান (খ) ডেবিট নোট
(গ) ক্রেডিট নোট (ঘ) ক্যাশ মেমো
উত্তর : ৩৩.খ, ৩৪. ঘ, ৩৫. খ, ৩৬. ক, ৩৭. ক, ৩৮. ঘ, ৩৯. ঘ।


আরো সংবাদ



premium cement