২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫
`

নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : জীববিজ্ঞান ও বাংলা প্রথম পত্র

জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন
-

সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক’ থেকে আরো ২টি এবং ‘ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন’ থেকে ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।
সেলিম জন্ডিস রোগে আক্রান্ত। জন্ডিসের কারণে তার শরীরের একটি অঙ্গ ভাইরাসে আক্রান্ত হয়েছে। ডাক্তার সেলিমকে সহজপাচ্য খাবার পানি পান করতে বললেন।
১৬. মানবদেহে জন্ডিসের ভাইরাস আক্রমণ করে কোন অঙ্গটিকে?
(ক) প্লীহা
(খ) যকৃৎ
(গ) ফুসফুস
(ঘ) হৃৎপিণ্ড
১৭. যকৃতের কাজÑ
র. খাদ্য পরিপাকে সাহায্য করা
রর. স্নেহজাতীয় পদার্থ শোষণে সাহায্য করা
ররর. খাদ্যের অম্লভাব প্রশমিত করা
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর (খ) রর, ররর
(গ) র, রর ও ররর (ঘ) র, ররর
উত্তর : ১৬. খ, ১৭. গ।
ষষ্ঠ অধ্যায় : জীবে পরিবহন
১. সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী জাতীয় খাদ্য উৎপন্ন করে?
ক) শর্করা খ) প্রোটিন
গ) স্নেহ ঘ) ভিটামিন
২. পানি কী?
ক) দ্রবণ খ) দ্রব
গ) দ্রাবক ঘ) মেটাল
৩. ব্যাপন চাপ নিয়ন্ত্রণকারী প্রভাবক কোনটি?
ক) অক্সিজেন খ) নাইট্রোজেন
গ) তাপমাত্রা ঘ) আলো
৪. বিপাকীয় শক্তির সাহায্যে খনিজ আয়নের চলাচলকে বলেÑ
ক) নিষ্ক্রিয় শোষণ
খ) সক্রিয় শোষণ
গ) ব্যাপন ঘ) অভিস্রবণ
৫. মূলের সঞ্চিত খাদ্য কোন দিকে পরিবাহিত হয়?
ক) নি¤œ দিকে খ) ঊর্ধ্ব দিকে
গ) পার্শ্ব দিকে ঘ) কোনোটিই নয়
উত্তর : ১.ক, ২.গ, ৩.গ, ৪.খ, ৫.খ।


আরো সংবাদ



premium cement