২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : জীববিজ্ঞান ও বাংলা প্রথমপত্র

জীববিজ্ঞান পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক
-

সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের জীববিজ্ঞান বিষয়ের ‘পঞ্চম অধ্যায় : খাদ্য, পুষ্টি এবং পরিপাক’ থেকে আরো ৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
৮. লালারসে কোন এনজাইম থাকে?
(ক) পেপসিন
(খ) টায়ালিন
(গ) গ্লাইসিন
(ঘ) রেনিন
৯. পাচক রসের এনজাইম দ্বারা কোন পদার্থের পরিপাক শুরু হয়?
(ক) স্নেহ (খ) প্রোটিন
(গ) শর্করা (ঘ) খনিজ
১০. কোন ভাইরাসের জন্য ডায়রিয়া হয়?
(ক) রোটা ভাইরাস
(খ) ঐওঠ ভাইরাস
(গ) ঞগঠ ভাইরাস
(ঘ) পোলিও ভাইরাস
১১. পানির কাজÑ
র. রক্ত সঞ্চালনে সাহায্য করে
রর. রক্তের পরিবাহিত খাদ্য উপাদান ও অক্সিজেন দেহকোষে পৌঁছায়
ররর. দেহের দূষিত পদার্থ বের করে দেয়
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর ও ররর
(খ) রর, ররর
(গ) র, ররর (ঘ) র, রর
১২. পাকস্থলী গঠিত হয়Ñ
র. শুরু ও পেশিবহুল প্রাচীর দ্বারা
রর. অসংখ্য গ্যাস্ট্রিক গ্রন্থি দ্বারা
ররর. এনজাইম দ্বারা
নিচের কোনটি সঠিক?
(ক) র, ররর (খ) রর, ররর
(গ) র, রর (ঘ) র, রর ও ররর
১৩. কৃমির আক্রমণ হতে পারেÑ
র. খোলা খাবার খেলে
রর. শাকসবজি, ফলমূল প্রভৃতি না ধুয়ে খেলে
ররর. হাত ভালো মতো ধুয়ে খাবার খেলে
নিচের কোনটি সঠিক?
(ক) র ও রর (খ) র ও ররর
(গ) রর ও ররর (ঘ) র, রর ও ররর
১৪. খনিজ লবণের কাজ হলোÑ
র. এনজাইম ও হরমোন গঠন
রর. অম্ল ও ক্ষারের সমতা বিধান
ররর. পেশি সঙ্কোচন
(ক) র, রর (খ) র, ররর
(গ) রর, ররর (ঘ) র, রর ও ররর
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর (খ) র, ররর
(গ) রর, ররর (ঘ) র, রর ও ররর
১৫. পরিপাকতন্ত্র জড়িত থাকেÑ
র. খাদ্য গ্রহণের সাথে
রর. শোষণ ও অপাচ্য খাদ্যাংশ নিষ্কাশনের সাথে
ররর. স্মৃতি সংরক্ষণের সাথে
নিচের কোনটি সঠিক?
(ক) র, রর (খ) র, ররর
(গ) রর, ররর (ঘ) র, রর ও ররর
উত্তর : ৮. খ, ৯. ক, ১০. ক, ১১.ক, ১২.গ, ১৩.ঘ, ১৪.ঘ, ১৫. ক।


আরো সংবাদ



premium cement
বিএনপি ক্ষমতায় আসতে মরিয়া হয়ে উঠেছে : ওবায়দুল কাদের মাটির নিচে পাওয়া গ্রেনেড মাইন মর্টার শেল নিষ্ক্রিয় করল সেনাবাহিনী অনির্দিষ্টকালের জন্য অনলাইন ক্লাসে যাচ্ছে জবি, বন্ধ থাকবে পরীক্ষা কুড়িগ্রামে রেলের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ ক্রিকেট খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে দেওয়ানগঞ্জের প্রতিবন্ধী শিক্ষার্থী শিহাব কিশোরগঞ্জে বৃষ্টির জন্য বিশেষ নামাজ সাতক্ষীরা বৈদ্যুতিক খুটিতে ধাক্কা লেগে মোটরসাইকেলআরোহী নিহত বার্সেলোনাতেই থাকছেন জাভি চতুর্থ দফা ‘হিট অ্যালার্ট’ জারি : এবারের তাপদাহ শেষেই বৃষ্টিপাতের আশা ফরিদপুরে বৃষ্টির জন্য নামাজে হাজারো মুসুল্লির কান্না পোরশার নোচনাহারে আগুনে ৩টি দোকান পুড়ে গেছে

সকল