১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫
`

বাংলা প্রথমপত্র

-

মাস্টার ট্রেইনার (বাংলা) ও বোর্ড পরীক্ষক

প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা প্রথম পত্রের ‘গদ্যাংশ : বইপড়া থেকে আরো ৫টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব।

১১। ফ্রোন্সকে যারা রক্ষা করেছিল তারা কলেজের শিক্ষাকে প্রত্যাখ্যান করেছিল, কারণÑ
র) ত্র“টিপূর্ণ শিক্ষাব্যবস্থা
রর) পেটের দায়ে বা বাধ্য হয়ে
ররর) মনের বল ছিল বলে
নিচের কোনটি সঠিক ?
ক) র খ) ররর গ) র ও রর ঘ) র, রর ও ররর
১২। কোন সত্য স্বীকার করতে আমরা কুণ্ঠিত হই?
ক) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
খ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
গ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে করতে হয়
ঘ) মানবজীবনে শিক্ষা সোনা ফলায়
১৩। আমাদের সকলকে সাহিত্যচর্চা করতে হবে কেন?
ক) শিক্ষা লাভের জন্য
খ) জ্ঞান লাভের জন্য
গ) সমাজে প্রতিষ্ঠা লাভের জন্য
ঘ) মানুষ হওয়ার জন্য
১৪। আত্মার মৃত্যু বলতে কী বোঝায়?
ক) আত্মার নিজস্বতা লোপ পায়
খ) আত্মার বিকাশ ঘটে না
গ) আত্মার উপলব্ধি নেই
ঘ) বিবেক বোধ লোপ পায়
উদ্দীপকটি পড়ে ১৫ ও ১৬ নং প্রশ্নের উত্তর দাও।
‘থাকবো না কো বদ্ধ ঘরে
দেখব এবার জগৎটাকে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে।’
১৫। উদ্দীপকটির মূল বক্তব্য নিচের কোন চরণের সমান্তরাল?
ক) জ্ঞানের ভাণ্ডার যে ধনের ভাণ্ডার নয়
খ) শিক্ষা কেউ কাউকে দিতে পারে না
গ) সুশিক্ষিত লোক মাত্রই স্বশিক্ষিত
ঘ) বিদ্যার সাধনা শিষ্যকে নিজে অর্জন করতে হয়
উত্তর : ১১. খ, ১২. ক, ১৩. ঘ, ১৪. খ, ১৫. ঘ।

 


আরো সংবাদ



premium cement