২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায় ছয় : বাংলাদেশের অর্থনীতি

-

সহকারী শিক্ষক, পিরোজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়, পিরোজপুর
সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় ছয় : বাংলাদেশের অর্থনীতি’ থেকে আরো ৩টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
নিচের অনুচ্ছেদটি পড়ে ৩৩ ও ৩৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।
খানাকুনিয়ারী গ্রামের কৃষক পরিবারের ছেলে মুহাম্মদ হামিদুল হক। সে নিজের ভাগ্য উন্নয়নের জন্য কঠোর পরিশ্রম করছে। মুহাম্মদ হামিদুল হক নাজিরপুর যুব উন্নয়নে প্রশিক্ষণ নিয়ে তার বন্ধুদের নিয়ে তাদের পরিত্যক্ত কয়েকটি পুকুর ও ডোবায় যৌথভাবে বাণিজ্যিক ভিত্তিতে মৎস্য চাষ করছে। এতে তাদের অবস্থার পরিবর্তন হয়েছে। এ মৎস্য খামারের আকার আরো বৃদ্ধি করে তারা লোকজন নিয়োগ দিয়েছে। তারা এখানে কাজ করে তাদের জীবিকা নির্বাহ করছে।
৩৩। হামিদুল হক ও তার বন্ধুদের উৎপাদন জাতীয় আয়ের কোন খাতের মধ্যে পড়ে?
ক. মৎস্য খ. কৃষি গ. সেবা ঘ. শিল্প
৩৪। হামিদুল হক ও তার বন্ধুদের কঠোর পরিশ্রম আমাদের অর্থনীতিতে অবদান রাখছেÑ
র. জীবনযাত্রার মান উন্নয়নে
রর. জাতীয় উৎপাদন বৃদ্ধিতে
ররর. কাজের সুযোগ তৈরি করতে
নিচের কোনটি সঠিক?
ক. র খ.রর ও ররর গ. ররর ঘ. র, রর ও ররর
৩৫। এৎড়ংং উড়সবংঃরপ চৎড়ফঁপঃ বলতে কী বোঝায়?
ক. সেবামূলক বার্ষিক উৎপাদন
খ.দেশের অভ্যন্তরীণ বার্ষিক উৎপাদন
গ. দেশের মোট উৎপাদনের আর্থিক মূল্য
ঘ. সেবা পণ্যের মোট আর্থিক মূল্য
উত্তর : ৩৩। ক, ৩৪। ঘ, ৩৫। গ।


আরো সংবাদ



premium cement