২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫
`

নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : রসায়ন

রসায়ন প্রথম অধ্যায় : রসায়নের ধারণা
-

প্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের রসায়ন বিষয়ের ‘প্রথম অধ্যায় : রসায়নের ধারণা’ থেকে ১৮টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। আলকেমি শব্দটি দ্বারা কোন সভ্যতা বোঝানো হয়েছে?
ক) সিন্ধু
খ) মিসরীয়
গ) পাশ্চাত্য
ঘ) ভারতীয়
২। কাঠের প্রধান রাসায়নিক উপাদান কোনটি?
ক) মিথেন
খ) সেলুলোজ
গ) মোম
ঘ) হাইড্রোজেন
৩। কোনটি কালি?
ক) কাঠ
খ) কয়লা
গ) কার্বন কণা
ঘ) কার্বন ডাই-আক্সাইড
৪। সিএনজি বলতে কোন গ্যাসকে বোঝায়?
ক) হাইড্রোজেন
খ) হিলিয়াম
গ) মিথেন
ঘ) কার্বন ডাই-অক্সাইড
৫। নি¤েœর কোন প্রক্রিয়ার মাধ্যমে আমের বর্ণ হলুদে রূপান্তরিত হয়?
ক) রাসায়নিক প্রক্রিয়া
খ) জৈবিক প্রক্রিয়া
গ) জৈব রাসায়নিক প্রক্রিয়া
ঘ) প্রাকৃতিক প্রক্রিয়া
৬। কাজের পরিকল্পনা প্রণয়ন অনুসন্ধান ও গবেষণা প্রক্রিয়ার কোন ধাপ?
ক) ১ম খ) ২য়
গ) ৩য় ঘ) ৪র্থ
৭। রসায়নকে বলা হয়Ñ
ক) প্রাণীর জন্য বিজ্ঞান
খ) জীবনের জন্য বিজ্ঞান
গ) পদার্থের জন্য বিজ্ঞান
ঘ) ব্যবহারের জন্য বিজ্ঞান
৮। অ্যাটমের ধারণা দেন কে?
ক) অ্যারিস্টটল
খ) ডেমোক্রিটাস
গ) ডাল্টন
ঘ) ল্যাভয়সিয়ে
৯। সর্বপ্রথম গবেষণাগারে রসায়ন গবেষণা করেন কে?
ক) রবার্ট বয়েল
খ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
গ) জাবির-ইবনে-হাইয়ান
ঘ) জন ডাল্টন
১০। আধুনিক রসায়নের জনক বলা হয় কাকে?
ক) রবার্ট বয়েল
খ) অ্যান্টনি ল্যাভয়সিয়ে
গ) ফ্রান্সিস বেকন
ঘ) জন ডাল্টন
১১। কাঁচা আম টক কিন্তু পাকা আম মিষ্টি কেন?
ক) আমের অভ্যন্তরে শর্করার পরিমাণ হ্রাস পায়
খ) আমের অভ্যন্তরে জটিল রাসায়নিক প্রক্রিয়ায় ইথাইন উৎপন্ন হয়
গ) আমের অভ্যন্তরে মিষ্টি শর্করা উৎপন্ন হয়
ঘ) আমে বিদ্যমান জৈব এসিড অপরিবর্তিত থাকে
১২। প্রাকৃতিক গ্যাসে প্রধানত কী থাকে?
ক) ইথেন খ) মিথেন
গ) ইথিন ঘ) ইথাইন
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নের উত্তর দাও :
লামিয়া প্রায় প্রতিদিনই পেটে এসিডিটির সমস্যায় ভোগে। তখন ডাক্তারের পরামর্শে সমস্যা সমাধানে সে এন্টাসিড সেবন করে ভালো ফল পেল।
১৩। উদ্দীপকে কী ধরনের রাসায়নিক ক্রিয়া ঘটে?
ক) জারণ
খ) প্রশমন
গ) দহন
ঘ) জারণ-বিজারণ
১৪। নিঃশ্বাসে গৃহীত বায়ুতে প্রধানত কী থাকে?
ক) কার্বন ডাই-অক্সাইড
খ) জলীয়বাষ্প
গ) অক্সিজেন
ঘ) নাইট্রোজেন
১৫। এসিডিটি প্রশমনে ব্যবহৃত এন্টাসিডে থাকেÑ
র) ক্ষারীয় পদার্থ
রর) নিরপেক্ষ লবণ
ররর) ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
১৬। লোহায় মরিচা ধরা এক ধরনের পরিবর্তন; এ পরিবর্তনেÑ
র) গঠিত মরিচা একটি ভঙ্গুর পদার্থ
রর) লোহার অক্সাইড নামক পদার্থ উৎপন্ন হয়
ররর) জলীয়বাষ্পের উপস্থিতিতে অক্সিজেনের সাথে বিশুদ্ধ লোহার বিক্রিয়া সংঘটিত হয়।
নিচের কোনটি সঠিক?
ক) র ও রর খ) রর ও ররর
গ) র ও ররর ঘ) র, রর ও ররর
১৭। কাগজের প্রধান উপাদান কোনটি?
ক সেলুলোজ
খ) ফসফরাস
গ) নাইট্রোজেন
ঘ) অক্সিজেন
১৮। সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় উদ্ভিদ কী উৎপাদন করে?
ক) প্রোটিন
খ) অ্যামাইনো এসিড
গ) গ্লুকোজ
ঘ) কার্বন ডাই-অক্সাইড
উত্তর : ১। খ, ২। খ, ৩। গ, ৪। গ, ৫। গ, ৬। গ, ৭। খ, ৮। খ, ৯। গ, ১০। ক, ১১। গ, ১২। খ, ১৩। খ, ১৪। গ, ১৫। খ, ১৬। ঘ, ১৭। ক, ১৮। গ।


আরো সংবাদ



premium cement
সাটুরিয়ায় প্রশান্তির বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকা আদায় ইরান নিয়ে মার্কিন হুঁশিয়ারি পাকিস্তানকে গাজায় গণকবরের বিষয়ে ইসরাইলের কাছে ‘জবাব’ চেয়েছে হোয়াইট হাউস দ্বি-রাষ্ট্র সমাধান বাস্তবায়ন করা হলে হামাস অস্ত্র ছাড়তে রাজি শনিবার থেকে শুরু গুচ্ছ ভর্তি পরীক্ষা, প্রস্তত জবি ক্যাম্পাসগুলোতে মত প্রকাশের স্বাধীনতাকে সমর্থন করেন বাইডেন: মুখপাত্র নোয়াখালীতে ইসতিসকার নামাজ আদায় জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তিভাব থাকবে বান্দরবানে বৃষ্টির চেয়ে চোখের পানি ফেলে বিশেষ নামাজ চকরিয়ায় যুবককে গুলি ও কুপিয়ে হত্যা, গ্রেফতার ৭ উপজেলা নির্বাচনে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে: সিইসি

সকল