২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর প্রস্তুতি : বাংলাদেশ ও বিশ্বপরিচয় অধ্যায়-৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন

-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায়-৫ : সামাজিকীকরণ ও উন্নয়ন’ থেকে আরো ৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
২৩। নিচের কোনটির মাধ্যমে আমরা জাতীয় ও আন্তর্জাতিক খবরাখবর ঘরে বসেই দেখতে পাই?
ক. ইন্টারনেট খ. সংবাদপত্র
গ. টেলিভিশন ঘ. রেডিও
২৪। কাদের ওপর টেলিভিশনের প্রভাব খুব বেশি?
ক. পুরুষদের খ. শিশু-কিশোরদের
গ. মহিলাদের ঘ. তরুণদের
২৫। টেলিভিশন ছাত্রছাত্রীদের জন্য ক্ষতির কারণ কেন?
ক. রাত জেগে অনুষ্ঠান দেখে বলে খ. টেলিভিশন সস্তা বিনোদনমূলক মাধ্যম বলে
গ. টেলিভিশনে শিক্ষামূলক প্রচার নেই বলে
ঘ. টেলিভিশনে শুধু অশ্লীল প্রোগ্রামের অনুষ্ঠান চলে
২৬। কোন ধরনের চলচ্চিত্র সমাজের মানুষের মূল্যবোধ ও রুচির অবনতি ঘটায়?
ক. অশ্লীল ও কুরুচিপূর্ণ
খ শিক্ষামূলক
গ.জনসচেতনতামূলক
ঘ. রুচিশীল
২৭। ইলেকট্রনিক কমার্সকে সংক্ষেপে কী বলা হয়?
ক. ই-মেইল খ. টুইটার
গ. ইন্টারনেট ঘ. ই- কমার্স
২৮। কোন ফোনের মাধ্যমে দেশে বিদেশে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের সাথে স্বল্প খরচে কথা বলা যায়?
ক. ইন্টারনেট ফোন খ. টিএন্ডটি ফোন
গ. মোবাইল ফোন ঘ. টেলিফোন
২৯। কম মূল্য ও দ্রুততম সময়ের মধ্যে তথ্য পাঠানো সম্ভব কোনটির মাধ্যমে?
ক. ফ্যাক্স খ. ই-কমার্স
গ. ই-মেইল ঘ. ফোন
৩০। ইলেট্রনিক কমার্স কী?
ক. অনলাইনে ক্রেতা বিক্রেতার মধ্যে পণ্য লেনদেন মাধ্যম
খ. অনলাইনে তথ্য আদান-প্রদানের মাধ্যম
গ. অনলাইনে সামাজিক যোগাযোগের মাধ্যম
ঘ. অনলাইনে বহির্বিশ্বের সাথে শুধুু রাজনৈতিক যোগাযোগের একটি মাধ্যম
নিচের উদ্দীপকটি পড়ে ৩১ ও ৩২ নম্বর প্রশ্নের উত্তর দাও।
ফারহিন আহম্মেদ খুব ভালো ছাত্রী। ক্লাসে সে বরাবরই প্রথম। নম্র ভদ্র। পাশাপাশি সে একটি সাংস্কৃতিক সংঘের সদস্য। এ সংগঠনের সদস্য হওয়ার পরে তার ভেতর অনেক পরিবর্তন এসেছে।
৩১। ফারহিন আহম্মেদ সাংস্কৃতিক সংঘের সদস্য হওয়ার মাধ্যমে তার মাঝে কী জেগে উঠেছে?
ক. অহঙ্কারবোধ খ. প্রতিহিংসা
গ. বুদ্ধিবৃত্তি ঘ. দানশীলতা
উত্তর : ২৩। গ, ২৪। খ, ২৫। ক, ২৬। ক, ২৭। ঘ, ২৮। ক, ২৯। গ, ৩০। ক, ৩১। গ।

 


আরো সংবাদ



premium cement