১৯ এপ্রিল ২০২৪, ০৬ বৈশাখ ১৪৩১, ০৯ শাওয়াল ১৪৪৫
`

অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : বিজ্ঞান সপ্তম অধ্যায় : পৃথিবী ও মহাকর্ষ

-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের ‘সপ্তম অধ্যায় : পৃথিবী ও মহাকর্ষ’ থেকে আরো ৪টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।

৭। বস্তুদ্বয়ের ভরের গুণফল ৩৬০০ গ্রাম হলে বলের কী পরিবর্তন হবে?
ক) অর্ধেক হবে
খ) দ্বিগুণ হবে
গ) তিন গুণ হবে
ঘ) চার গুণ হবে
উত্তর : গ) তিন গুণ হবে।
৮। মহাবিশ্বের দু’টি বস্তু যে বল দ্বারা পরস্পরকে আকর্ষণ করে তা হলোÑ
ক) মহাকর্ষ
খ) অভিকর্ষ
গ) মাধ্যাকর্ষণ
ঘ) কোনোটিই নয়
উত্তর : ক) মহাকর্ষ।
৯। কোন বিজ্ঞানী মহাকর্ষ সূত্র আবিষ্কার করেন?
ক) গ্যালিলিও খ) নিউটন
গ) কেপলার ঘ) ডাল্টন
উত্তর : খ) নিউটন।
১০। কোন বল নক্ষত্রগুলোকে নিজ নিজ কক্ষপথে ধরে রাখে?
ক) অভিকর্ষীয় বল
খ) মহাকর্ষীয় বল
গ) আকর্ষণ বল
ঘ) বিকর্ষণ বল
উত্তর : খ) মহাকর্ষীয় বল।


আরো সংবাদ



premium cement