২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

বাংলা নাটক : অবাক জলপান

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা বিষয়ের ‘নাটক : অবাক জলপান’ থেকে ২টি প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করা হলো।
প্রশ্ন : নিচের শব্দগুলোর অর্থ লিখ ও বাক্য রচনা করো।
গেরস্ত, বরকন্দাজ, তেষ্টা, খাটিয়া, এক্সপেরিমেন্ট, রুক্ষমূর্তি, পথিক, জল, উৎসাহ, দুর্গন্ধ, পাগল, আকাক্সক্ষা, অণুবীক্ষণ যন্ত্র।
উত্তর : গেরস্তÑ গৃহস্থ, সংসারী লোক। গেরস্ত লোকের বহু কাজকর্ম থাকে।
বরকন্দাজÑ পাহারাদার। জমিদার বাড়িতে বরকন্দাজ থাকে।
তেষ্টাÑ তৃষ্ণা, পিপাসা। তেষ্টায় যেন ছাতি ফেটে যাচ্ছে।
খাটিয়াÑ কাঠের তৈরি খাট। কাঠের তৈরি খাটিয়াই বেশি ব্যবহৃত হয়ে থাকে।
এক্সপেরিমেন্টÑ পরীক্ষা-নিরীক্ষা। গবেষণাগারে নানা বস্তুর এক্সপেরিমেন্ট করা হয়।
রুক্ষমূর্তিÑ দেখে ভয় লাগে এরকম শুকনো চেহারা। ফকিরের রুক্ষমূর্তি দেখেও মানুষ তার সেবা করে।
পথিকÑরাস্তার পাশে গাছ লাগানো থাকলে পথিকদের পথ চলতে সুবিধা হয়।
জলÑতেষ্টায় বুক ফেটে যাচ্ছিল, জলটা খেয়ে শান্তি পেলাম।
উৎসাহÑভালো কিছু করার জন্য সবার উৎসাহ লাগে।
দুর্গন্ধÑরাস্তার পাশে আবর্জনা পচে দুর্গন্ধ ছড়াচ্ছে।
পাগলÑপুত্রশোকে মহিলাটির পাগলপ্রায় অবস্থা।
আকাক্সক্ষাÑ ইচ্ছা, আগ্রহ। আকাক্সক্ষা থাকলে মানুষ জীবনের উন্নতি করতে পারে।
অণুবীক্ষণ যন্ত্রÑ যে যন্ত্রের সাহায্যে অত্যন্ত ক্ষুদ্র বস্তু অনেক বড় দেখায়। অণুবীক্ষণ যন্ত্র দিয়ে আমরা ছোট বস্তুকে বড় করে দেখি।
প্রশ্ন : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করো।
ক.--- বাড়ির, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে।
খ. বরকে কি আপনি--- বলেন?
গ. একটা লোক--- জল জল করছে, তবু জল খেতে পায় না।
ঘ. পথিক ক্লান্ত হয়ে অবশেষে--- ওপর বসে পড়ল।
ঙ. নোংরা জলের ভেতর কী আছে তা--- করে বলা যাবে।
চ. --- লোকটিকে দেখলেই ভয় লাগে।
উত্তর : ঘরের ভেতরের শব্দগুলো খালি জায়গায় বসিয়ে বাক্য তৈরি করা হলোÑ
ক. গেরস্ত বাড়ি, দুপুর রোদে দরজা এঁটে সব ঘুম দিচ্ছে।
খ. বরকে কি আপনি বরকন্দাজ বলেন?
গ. একটা লোক তেষ্টায় জল জল করছে, তবু জল খেতে পায় না।
ঘ. পথিক ক্লান্ত হয়ে অবশেষে খাটিয়ার ওপর বসে পড়ল।
ঙ. নোংরা জলের ভেতর কী আছে তা এক্সপেরিমেন্ট করে বলা যাবে।
চ. রুক্ষমূর্তি লোকটিকে দেখলেই ভয় লাগে।


আরো সংবাদ



premium cement
গাজাবাসীর প্রধান কথা- ‘আমাদের খাবার চাই’ অধিকার প্রতিষ্ঠায় দেশপ্রেমিক জনতার ঐক্যের বিকল্প নেই : ডা: শফিকুর রহমান সোনাগাজীতে জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেল ২২ কিশোর গফরগাঁওয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ দিশেহারা : আমিনুল লিবিয়ায় নিয়ে সালথার যুবককে নির্যাতনের ঘটনায় মামলা, গ্রেফতার ১ মনুষ্য চামড়ায় তৈরি বইয়ের মলাট সরানো হলো হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে আওয়ামী লীগকে বর্জন করতে হবে : ডা: ইরান আমরা একটা পরাধীন জাতিতে পরিণত হয়েছি : মেজর হাফিজ তরুণীর লাশ উদ্ধারের পর প্রেমিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা ভিয়েনায় মুসলিম বিশ্বের রাষ্ট্রদূতদের ইফতারে ইসলামিক রিলিজিয়াস অথোরিটি আমন্ত্রিত

সকল