২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

গণিত সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন

-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় চৌদ্দ : ক্যালকুলেটর ও কম্পিউটার’ থেকে আরো ১৫টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় চৌদ্দ : ক্যালকুলেটর ও কম্পিউটার
প্রশ্ন : আধুনিক কম্পিউটারের জনকের নাম লিখ।
উত্তর : আধুনিক কম্পিউটারের জনক চার্লস ব্যাবেজ।
প্রশ্ন : ইংরেজি কম্পিউট (ঈড়সঢ়ঁঃব)-এর বাংলা অর্থ কী?
উত্তর : ইংরেজি কম্পিউট (ঈড়সঢ়ঁঃব) শব্দের বাংলা অর্থ ‘হিসাব করা’।
প্রশ্ন : মানুষ কোন উদ্দেশ্যে কম্পিউটার ব্যবহার করে?
উত্তর : যেকোনো সমস্যা দ্রুত ও অল্প সময়ে এবং নির্ভুলভাবে সমাধান করার উদ্দেশ্যে মানুষ কম্পিউটার ব্যবহার করে।
প্রশ্ন : মনিটর কী?
উত্তর : মনিটর হলো আউটপুট ডিভাইস।
প্রশ্ন : একটি বন্ধ ক্যালকুলেটরকে সচল করতে প্রথমে কী চাপতে হবে?
উত্তর : ঙঘ/অঈ বোতাম চাপতে হয়।
প্রশ্ন : বৈজ্ঞানিক ক্যালকুলেটর কোথায় ব্যবহার করা হয়?
উত্তর : পরীক্ষাগারে।
প্রশ্ন : ব্যবহার শেষে কোন বোতাম টিপে ক্যালকুলেটর বন্ধ করতে হয়?
উত্তর : ঙঋঋ বোতাম।
প্রশ্ন : সাধারণ ক্যালকুলেটরে কয়টি প্রদর্শন বক্স থাকে?
উত্তর : ১টি।
প্রশ্ন : ৩২গু৪´৬-২৫ অঙ্কটি সমাধানে চালু ক্যালকুলেটরে কয়টি ধাপের প্রয়োজন?
উত্তর : ৩টি।
প্রশ্ন : ‘ক্যালকুলেটর’ শব্দের অর্থ কী?
উত্তর : গণনাকারী।
প্রশ্ন : বর্তমান যুগকে প্রায়ই কী বলা হয়?
উত্তর : কম্পিউটারের যুগ।
প্রশ্ন : ক্যালকুলেটর কত রকমের হয়?
উত্তর : ব্যবহারের ওপর ভিত্তি করে বিভিন্ন রকমের ক্যালকুলেটর হয়।
প্রশ্ন : সাধারণ ক্যালকুলেটর কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : সাধারণ ক্যালকুলেটর দৈনন্দিন বাড়ির কাজে, দোকানে ও ক্ষুদ্র ব্যবসায় ব্যবহার করা হয়।
প্রশ্ন : বৈজ্ঞানিক ক্যালকুলেটর কী কাজে ব্যবহার করা হয়?
উত্তর : বৈজ্ঞানিক ক্যালকুলেটর মাধ্যমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এবং পরীক্ষাগারে ব্যবহার করা হয়।
প্রশ্ন : কম্পিউটারের কাজ কী?
উত্তর : কম্পিউটার শুধু হিসাব নয়, এটি আমাদের লেখচিত্র ও ছবি, সংগৃহীত উপাত্তের বিশ্লেষণ ও ইন্টারনেট ব্যবহার করে অন্যদের সাথে যোগাযোগ করতে সাহায্য করে।

 


আরো সংবাদ



premium cement