২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`

নবম-দশম শ্রেণীর শিক্ষার্থীদের লেখাপড়া : বাংলা দ্বিতীয় পত্র বাংলা দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় : প্রথম পরিচ্ছেদ-ভাষা

-

সুপ্রিয় নবম-দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের ‘প্রথম অধ্যায় : প্রথম পরিচ্ছেদ-ভাষা’ থেকে ১৬টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১। ‘বুনো’ শব্দটি কোন ভাষারীতিতে ব্যবহৃত হয়?
ক) সাধু খ) চলিত
গ) আঞ্চলিক ঘ) উপভাষা
২। বাংলা ভাষায় ব্যবহৃত শব্দকে উৎস অনুসারে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) পাঁচ ঘ) ছয়
৩। অর্ধ-তৎসম শব্দ নিচের কোনটি?
ক) বোষ্টম খ) মনুষ্য
গ) লুঙ্গি ঘ) রায়
৪। বাংলা ভাষায় কত কোটি লোক কথা বলে?
ক) প্রায় বিশ কোটি খ) প্রায় চব্বিশ কোটি
গ) প্রায় ত্রিশ কোটি ঘ) প্রায় পঁয়ত্রিশ কোটি
৫। ‘শুকনো’ কোন প্রকারের পদ?
ক) বিশেষ্য খ) বিশেষণ
গ) ভাববিশেষ্য ঘ) বিশেষণের বিশেষণ
৬। বাংলা ভাষায় ব্যবহৃত ফারসি শব্দগুলোকে কয়ভাগে ভাগ করা যায়?
ক) দুই খ) তিন গ) চার ঘ) পাঁচ
৭। ‘রফতানি, হাঙ্গামা’ উৎস অনুসারে কোন প্রকারের শব্দ?
ক) ধর্ম সংক্রান্ত ফারসি শব্দ
খ) সাংস্কৃতিক ফারসি শব্দ
গ) বিবিধ ফারসি শব্দ
ঘ) প্রশাসনিক ফারসি শব্দ
৮। কোন শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দও বলা হয়?
ক) তৎসম খ) অর্ধ-তৎসম
গ) তদ্ভব ঘ) বিদেশি
৯। চৌ-হদ্দি’ শব্দটিতে ‘চৌ’ কোন ভাষার শব্দ?
ক) আরবি খ) ফারসি
গ) ইংরেজি ঘ) তৎসম
১০। ‘দফতর’ শব্দটি কোন ভাষা থেকে আগত শব্দ?
ক) আরবি খ) ফরাসি
গ) ফারসি ঘ) পর্তুগিজ
১১। নিচের কোনটি মিশ্র শব্দ?
ক) ইউনিয়ন খ) খ্রিষ্টাব্দ
গ) হাঙ্গামা ঘ) নক্ষত্র
১২। তৎসম শব্দবহুল কোন ভাষারীতি?
ক) আঞ্চলিক খ) উপভাষা
গ) চলিত ঘ) সাধু
১৩। ‘ধর্ম’ উৎস অনুসারে কোন প্রকারের শব্দ?
ক) তৎসম খ) আরবি
গ) তদ্ভব ঘ) বিদেশী
১৪। মানুষের কণ্ঠনিঃসৃত বাক্-সঙ্কেতের সংগঠনকে কী বলে?
ক) ভাষা খ) ধ্বনি গ) বর্ণ ঘ) শব্দ
১৫। পৃথিবীতে বর্তমানে প্রচলিত ভাষার সংখ্যা কত?
ক) দুই হাজারের বেশি
খ) আড়াই হাজারেরও বেশি
গ) তিন হাজার প্রায়
ঘ) সাড়ে তিন হাজারের বেশি
১৬। ভাষাভাষী জনসংখ্যার দিক থেকে বাংলাকে বিশ্বের কততম বৃহৎ মাতৃভাষা বলে অনুমান করা হয়?
ক) ৩য় খ) ৪র্থ গ) ৫ম ঘ) ৭ম
উত্তর : ১.খ ২.গ ৩.ক ৪.গ ৫.খ ৬.খ ৭.গ ৮.গ ৯.খ ১০.গ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ক ১৫.ঘ ১৬.খ।

 


আরো সংবাদ



premium cement