২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫
`

২০২০ সালের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮৫

গণিত : সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন
-

সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের গণিত বিষয়ের ‘অধ্যায় নয় : শতকরা’ থেকে আরো ১৬টি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন নিয়ে আলোচনা করা হলো।
অধ্যায় নয় : শতকরা
প্রশ্ন : এক ডজন কলম ৪০ টাকায় কিনে ৫০ টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ হবে?
উত্তর : ২৫%
প্রশ্ন : একটি দ্রব্য ২২৫ টাকায় বিক্রয় করায় ২৫ টাকা ক্ষতি হলে, ক্রয়মূল্য কত টাকা?
উত্তর : ২৫০ টাকা।
প্রশ্ন : একটি দোকানে ১৮০০ টাকার পণ্য ১০% কমে বিক্রয় করা হলো। পণ্যটির বিক্রয়মূল্য কত?
উত্তর : ১৬২০ টাকা।
প্রশ্ন : ১২% মুনাফায় ৫০০ টাকার ৪ বছরের মুনাফা কত টাকা?
উত্তর : ২৪০ টাকা।
প্রশ্ন : বার্ষিক ৮% মুনাফায় ৪৮০ টাকার ৫ বছরের মুনাফা কত?
উত্তর : ১৯২ টাকা।
প্রশ্ন : একটি কলম ৫০ টাকায় ক্রয় করে ৪৫ টাকায় বিক্রয় করা হলে শতকরা কত ক্ষতি হবে?
উত্তর : ১০%
প্রশ্ন : ৬০ টাকায় ৩ টাকা লাভ হলে, শতকরা লাভ কত টাকা?
উত্তর : ৫ টাকা।
প্রশ্ন : একজন ব্যবসায়ী ৫০ টাকায় একটি জিনিস ক্রয় করে ৫৬ টাকায় বিক্রি করলেন। তিনি শতকরা কত লাভ করলেন?
উত্তর : ১২%
প্রশ্ন : লাভ নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : লাভ = বিক্রয়মূল্য-ক্রয়মূল্য।
প্রশ্ন : ক্ষতি নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : ক্ষতি= ক্রয়মূল্য-বিক্রয়মূল্য।
প্রশ্ন : মুনাফা কাকে বলে?
উত্তর : আসল টাকার উপর বছর শেষে যে অতিরিক্ত টাকা পাওয়া যায়, তাকে মুনাফা বলে।
প্রশ্ন : সরল মুনাফা কাকে বলে?
উত্তর : প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা হিসাব করা হয় তাকে সরল মুনাফা বলে।
প্রশ্ন : বার্ষিক ৮% মুনাফায় কত টাকার ৫ বছরের মুনাফা ১৮০ টাকা হবে?
উত্তর : ৪৫০ টাকা।
প্রশ্ন : বার্ষিক ৫% মুনাফায় ৩০০ টাকার কত বছরের মুনাফা ৬০ টাকা হবে?
উত্তর : ৪ বছর।
প্রশ্ন : সময় নির্ণয়ের সূত্রটি লিখ।
উত্তর : সময় = মুনাফা ী ১০০
সময় ী শতকরা মুনাফার হার
প্রশ্ন : আসল নির্ণয়ের সূত্রটি লিখ।
মুনাফা ী ১০০
উত্তর : আসল = সময় ী শতকরা মুনাফার হার


আরো সংবাদ



premium cement