২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫
`
বাংলাদেশ ও বিশ্বপরিচয়

২০২০ সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের প্রস্তুতি : পর্বসংখ্যা-৮৩

অধ্যায় চার : ঔপনিবেশিক যুগের প্রতœপরিচয়
-

সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিয়ো। আজ তোমাদের বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ‘অধ্যায় চার : ঔপনিবেশিক যুগের প্রতœপরিচয়’ থেকে আরো ১৯টি বহুনির্বাচনী প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করা হলো।
১১। বাংলাদেশে ইংরেজ শাসনামল কত বছর ছিল?
ক. প্রায় দুই শ’ বছর খ. প্রায় তিন শ’ বছর
গ. প্রায় চার শ’ বছর ঘ. প্রায় পাঁচ শ’ বছর
১২। ইংরেজ শাসনামল হলোÑ
ক. ১৭৫৬-১৯৪৭ পর্যন্ত খ. ১৭৫৭-১৯৪৭ পর্যন্ত
গ. ১৭৫৮-১৯৪৭ পর্যন্ত ঘ. ১৭৫৭-১৯৪৮ পর্যন্ত
১৩। আমাদের কয় দশক পাকিস্তানি ঔপনিবেশিক শাসনের অধীনে কাটাতে হয়েছে?
ক. প্রায় চার দশক খ. প্রায় তিন দশক
গ. প্রায় দুই দশক ঘ. প্রায় এক দশক
১৪। ‘প্রতœ’ শব্দের অর্থ কী?
ক. নতুন খ. ভাস্কর্য গ. শিল্পকর্ম ঘ. প্রাচীন
১৫। কোন আমলে এ দেশে বেশ কিছু সুদৃশ্য অট্টালিকা ও অন্যান্য প্রতœনিদর্শন তৈরি হয়েছিল?
ক. ইংরেজ আমলে খ. পাকিস্তানি আমলে
গ. মোগল আমলে ঘ. পাল আমলে
১৬। প্রতœসম্পদ বলতে বুঝায়Ñ
র. পুরনো স্থাপত্য ও শিল্পকর্ম রর. প্রাচীন আমলের মুদ্রা
ররর.মূর্তি বা ভাস্কর্য
নিচের কোনটি সঠিক?
ক. র, রর ও ররর খ. রর গ. রও রর ঘ. ররর
১৭। প্রতœনিদর্শনের মাধ্যমে ধারণা লাভ করা যায় সেকালের মানুষেরÑ
র.সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা
রর. জীবনযাত্রা , বিশ্বাস-সংস্কার
ররর. রুচি বা দৃষ্টিভঙ্গি
নিচের কোনটি সঠিক?
ক.র, রর ও ররর খ. রর গ. রও রর ঘ. ররর
১৮। ঢাকার মসজিদগুলো কোন স্থাপত্যরীতিতে তৈরি?
ক. ইংরেজ খ. মোগল গ. পাকিস্তানি ঘ. পারস্য
১৯। ঢাকার উল্লেখযোগ্য মসজিদগুলো কোন শতকের তৈরি?
ক. সতের শতকে খ. আঠারো শতকে
গ. উনিশ শতকে ঘ. বিশ শতকে
২০। ঐতিহাসিক প্রমাণ হিসেবে প্রতœস্থলে পাওয়া অনেক প্রতœবস্তু সংরক্ষণ ও প্রদর্শনের জন্য আছেÑ
র.সংগ্রহশালায় রর.জাতীয় জাদুঘরে
ররর.আঞ্চলিক জাদুঘরে
নিচের কোনটি সঠিক?
ক. র খ. র, ররও ররর গ. রর ঘ. ররর
২১। বালিয়াটির জমিদার বাড়ি কোথায় অবস্থিত?
ক. মানিকগঞ্জের সাটুরিয়ায় খ. রংপুরের তাজহাটে
গ. ময়মনসিংহের মুক্তাগাছায় ঘ. রংপুরের নাটোরে
২২। তাজহাট জমিদার বাড়ি কোথায় অবস্থিত?
ক. ময়মনসিংহে খ. রংপুরে
গ. মানিকগঞ্জে ঘ. সোনারগাঁয়ে
২৩। নাটোরের দিঘাপতিয়ার জমিদার বাড়িটি এখন কী নামে পরিচিত?
ক. গণভবন খ. বঙ্গভবন
গ. উত্তরা গণভবন ঘ. উত্তরবঙ্গের সংসদ ভবন
২৪। বাংলাদেশের জাতীয় জাদুঘরটি ঢাকার কোথায় অবস্থিত?
ক.সেগুনবাগিচায় খ. মিরপুরে
গ. মতিঝিলে ঘ. শাহবাগে
নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ২৫ ও ২৬ নম্বর প্রশ্নের উত্তর দাও :
অর্ধবার্ষিক পরীক্ষা শেষ হলে শিক্ষক জনাব মো: নাসির উদ্দিন শিক্ষা সফরে তার শিক্ষার্থীদের নিয়ে একটি স্থানে পরিদর্শনে যান। সেখানে তারা নবাবদের ব্যবহৃত পোশাক, খাট-পালঙ্ক, চেয়ার, সোফা, অলঙ্কার ইত্যাদি দেখতে পান।
২৫। জনাব মো: নাসির উদ্দিন তার শিক্ষার্থীদের নিয়ে কোন স্থানটি পরিদর্শন করতে যান?
ক. আহসান মঞ্জিল খ. জাতীয় জাদুঘর
গ. ময়মনসিংহ জাদুঘর ঘ. মুক্তাগাছা জমিদার বাড়ি
২৬। ঔপনিবেশিক যুগে কোন শহরে বেশ কয়েকটি ধর্মীয় ইমারত তৈরি করা হয়েছিল?
ক. রাজশাহী শহরে খ. চট্টগ্রাম শহরে
গ. ঢাকা শহরে ঘ. সিলেট শহরে
২৭। সোনারগাঁয়ের পানামনগরে পথের দক্ষিণ পাশে কতটি ইমারত এখনো টিকে আছে?
ক. ২২ টি খ. ২১টি গ. ২০টি ঘ. ১৯টি
২৮। বাহাদুর শাহ পার্কের পূর্বনাম কী?
ক. রমনা পার্ক খ. ভিক্টোরিয়া পার্ক
গ. শিশু পার্ক গ. ব্রিটিশ পার্ক
২৯। ভিক্টোরিয়া পার্কের নামকরণ করেন কে?
ক.নওয়াব আব্দুল গণি খ. নওয়াব আব্দুল লতিফ
গ. নবাব সলিমুল্লাহ ঘ. হোসেন শহীদ সোহরাওয়ার্দী
উত্তর : ১১। ক, ১২। খ, ১৩। গ, ১৪। ঘ, ১৫। ক, ১৬। গ, ১৭। ক, ১৮। খ, ১৯। গ, ২০। খ, ২১। ক, ২২। খ, ২৩। গ, ২৪। ঘ, ২৫। ক, ২৬। গ, ২৭। খ, ২৮। খ, ২৯। ক।


আরো সংবাদ



premium cement